কলকাতা: রবিবার মহালয়, তার পরেই দেবীপক্ষের সূচনা। দুর্গা পুজোর (Durga Puja 2025 ) কাউনডাউন শুরু হয়ে গিয়েছে। শরতের আকাশ জানান দিচ্ছে মা আসছেন। শহরের মণ্ডপে পুজোর প্রস্তুতি একেবারে শেষের দিকে। সেরকমই শেষে মুহূর্তের প্রস্তুতি চলছে উত্তর কলকাতার তেলেঙ্গাবাগানে। উত্তর কলকাতার এই পুজো এ বার ৬০ বছরে পা দিল। তেলেঙ্গাবাগানের এ বারের পুজোর থিম ‘অচলায়তন’। ২০২৫-এ দাঁড়িয়ে কত ধরনের কুসংস্কারের জালে জড়িয়ে যায় মানুষ। এবার তার বিরুদ্ধেই বার্তা দিতে প্রস্তুত তেলেঙ্গাবাগান (Durga puja 2025 Pandal Theme Telengabagan)।
কুসংস্কারের ‘অচলায়তন’ ভাঙার বার্তা দেবে এই ক্লাব তাদেরই থিমের মাধ্যমে। তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক বলেন, “আমাদের থিমের নাম অচলায়তন। মূলত কুসংস্কার নিয়ে আমাদের এই থিম। তিনি এ দিন আরও জানান তেলেঙ্গাবাগানের এ বারের থিম থেকে সমস্ত পরিকল্পনা, প্রতিমা সবই করেছেন পরিমল পাল। তেলেঙ্গাবাগানের মণ্ডপ সেজে উঠেছে প্লাইউড, কাঠ, বাঁশ, সিমেন্ট, ইট।
আরও পড়ুন: মহানগরের মহাপুজো, জগৎ মুখার্জী পার্ক
ক্লাবের সম্পাদক জানিয়েছেন তাঁরা তাঁদের মণ্ডপসজ্জার কাজে কোনও দাহ্য পদার্থ ব্যবহার করেননি। তাঁদের বিশেষ চমক রয়েছে, একটি অচল বা স্থির চিত্র রাখা থাকবে মণ্ডপে। সেটিকে স্ক্যান করলেই সচল হয়ে যাবে।
দেখুন ভিডিও
