Saturday, January 10, 2026
HomeScrollফের জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, ভাসবে কোন কোন অঞ্চল?
DVC

ফের জল ছাড়ার পরিমাণ বাড়াল DVC, ভাসবে কোন কোন অঞ্চল?

ডিভিসি ছাড়ছে ৬৫ হাজার কিউসেক জল, দক্ষিণবঙ্গে সতর্কতা জারি

কলকাতা: ঝাড়খন্ডে (Jharkhand) নিম্নচাপ এবং ভারী বৃষ্টির পূর্বাভাসে দক্ষিণবঙ্গে সতর্কতা জারি করা হয়েছে। ডামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি) কর্তৃপক্ষ দুইটি প্রধান জলাধার থেকে মোট ৬৫ হাজার কিউসেক জল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

মাইথন জলাধার থেকে প্রায় ৩২ হাজার ৫০০ কিউসেক জল এবং পাঞ্চেত জলাধার থেকেও প্রায় সমপরিমাণ জল ছাড়ার ফলে দামোদর নদীর নিম্ন উপকূলবর্তী অঞ্চলের বাসিন্দাদের সমস্যা হতে পারে। স্থানীয় প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে এবং মানুষকে নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে।

আরও  পড়ুন: ভারী বৃষ্টির সতর্কতা ১২ জেলায়, উত্তরবঙ্গে কতদিন চলবে বর্ষণ? জানুন

ডিভিসি (DVC) জানিয়েছে, এই জলছাড় নদীর প্রবাহ নিয়ন্ত্রণ এবং আশেপাশের এলাকায় সম্ভাব্য বন্যা ঝুঁকি মোকাবিলার জন্য নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ এলাকার মানুষকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে অনুরোধ করেছে।

দেখুন আরও খবর:

Read More

Latest News