ওয়েব ডেস্ক : ফের দূর্নীতির অভিযোগ। এই মামলায় ফের শহর কলকাতার (Kolkata) একাধিক জায়গায় তল্লাশি চালাল ইডি (ED)। সূত্রের খবর, পুরসভায় নিয়োগে দুর্নীতি ও ব্যাঙ্ক প্রতারণার মামলায় শুক্রবার শহরের একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে, পুর নিয়োগ দুর্নীতির অভিযোগে আজ কলকাতা (Kolkata) সহ রাজ্যের আটটি জায়গাতে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (ED) আধিকারিকরা। নাগেরবাজারেও তল্লাশি চালাচ্ছেন তাঁরা। জানা যাচ্ছে, এই মামলায় রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর সল্টলেকের অফিসেও তল্লাশি চালানো হচ্ছে।
আরও খবর : ঘূর্ণাবর্তের প্রভাব! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা
এর পাশপাশি একই মামলায় দক্ষিণ দমদমের অফিসেও এই তল্লাশি চালানো হচ্ছে বলে খবর। পুর নিয়োগ দুর্নীতি নিয়ে ইডির (ED) এই অভিযানকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
পুর নিয়োগ মামলার পাশাপাশি ১২০০ কোটি টাকার ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় সক্রিয় হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (ED)। এই মামলায় গয়নার সংস্থার ম্যানেজার, কর্মী-সহ হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছে ইডি। এর পাশাপাশি আরও আটটি জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে। জানা যাচ্ছে, এই মামলার তদন্তে, গিরিশ পার্ক, শরৎ বসু রোড ও নিউ আলিপুরের কয়েকটি বাড়িতে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। এই মামলার তদন্তে শুক্রবার হাইকোর্টের এক আইনজীবীর বাড়িতেও তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়েছেন বলে সূত্রের খবর।
দেখুন অন্য খবর :