গণেশ চতুর্থী (Ganesh chaturthi) । মঙ্গলবার দুপুর ১ টা ৫৪ মিনিটে এই তিথি পড়ে গিয়েছে। তবে তিথি থাকবে ২৭ অগস্ট পর্যন্ত। ২৭ অগস্ট ৩ টে ৪৪ মিনিট পর্যন্ত এই তিথি থাকবে। গণেশের পুজোর বিশেষ মুহূর্ত ২৭ অগস্ট বেলা ১১ টা ০৫ থেকে শুরু হবে। এই উৎসব (Festitavl) সমাজে ভ্রাতৃত্ব ও ঐক্যের বার্তা বহন করে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে ভগবান গণেশের জন্ম হয়েছিল। সেই থেকেই এই দিনটি গণেশ চতুর্থী হিসেবে পালন করা হয়ে থাকে।
মেষ রাশি- নিজের প্রতি বিশ্বাস রাখুন, ভাগ্য আপনার সহায় থাকবে। জীবনে প্রশান্তি আসবে।
বৃষ রাশি- চাকরি সূত্রে দূরযাত্রার সম্ভাবনা। বিদেশে চাকরি ভাগ্য ভালো। আর্থিক উন্নতি।
মিথুন রাশি- গুরুজন স্থানীয় ব্যক্তির সঙ্গে ভুল বোঝাবুঝির সম্ভাবনা। মনকে শান্ত রাখার চেষ্টা করুন।
কর্কট রাশি- জীবনে নতুন প্রেমের সঞ্চার। প্রত্যাশিত মানুষের সঙ্গে আজ দেখার হওয়ার সম্ভাবনা প্রবল।
সিংহ রাশি- ভাগ্যের খোঁজে দূর যাত্রা। আজ এমন কোনও সংবাদ পেতে পারেন যা এতদিন ধরে প্রত্যাশা করেছিলেন।
কন্যা রাশি- কোনও প্রিয়জনের কাছ থেকে খুব সুন্দর উপহার পেতে পারেন। আজ কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ধীর স্থীর ভাবে চিন্তাভাবনা করে কাজ করুন।
তুলা রাশি- আর্থিক সাফল্য। যারা আপনার সঙ্গে এতদিন প্রতারণা করেছিল তারা এবার নিজের ভুল বুঝতে পারবে। আজ কোনও সুসংবাদ পেতে পারেন।
আরও পড়ুন- মহালক্ষ্মী রাজযোগে সাফল্য আসবে এই তিন রাশির জীবনে
বৃশ্চিক- ধনলাভের যোগ। চাকরিতে পদোন্নতি। ব্যবসায় লাভ। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার।
ধনু রাশি- জীবনে প্রেমের সঞ্চার। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা প্রবল। আর্থিক ক্ষেত্রে বিনিয়োগ করার আগে যাচাই করে নেবেন।
মকর রাশি- শরীর স্বাস্থ্য আজ একটু ভোগাতে পারে। কোনও কারণে অস্থিরতা থাকবে আজ। জীবনে ধীর-স্থীর হওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি- আজ সারাদিন খুব সুন্দরভাবে কাটবে। পরিবারে আজ আত্মীয় স্বজন-বন্ধুবান্ধবের আগমন হবে। কোনও অপ্রত্যাশিত সংবাদ পেতে পারেন, যাতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।
মীন রাশি- বিষয় সম্পত্তির দিকে সচেতন থাকুন, প্রতারণার শিকার হতে পারেন। সারাদিন আজ সময় ভালো যাবে। কোনও পুরনোর আপনার জীবনে আজ ফিরে আসতে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।