Saturday, October 18, 2025
HomeScrollরাজ্য সরকারের 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পের বাস্তবায়নে খুশির হাওয়া শান্তিপুর জুড়ে
Nadia

রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের বাস্তবায়নে খুশির হাওয়া শান্তিপুর জুড়ে

শুভ সূচনা হল শান্তিপুর ব্লকে

নদিয়া: জেলার শান্তিপুর (Shantipur) ব্লক থেকে শুরু হল রাজ্য সরকারের জনমুখী প্রকল্প ‘আমাদের পাড়া আমাদের সমাধান’-এর বাস্তবায়ন। শনিবার জেলার জেলাশাসক অনীশ দাসগুপ্ত-র উপস্থিতিতে নদিয়া (Nadia) জুড়ে এক হাজারেরও বেশি প্রকল্পের কাজের সূচনা হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গৃহীত এই প্রকল্পের মূল উদ্দেশ্য, সাধারণ মানুষের চাহিদা ও এলাকার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করা। শহর ও ব্লকজুড়ে বিশেষ ক্যাম্পের মাধ্যমে নাগরিকদের দাবি ও সমস্যাগুলি সংগ্রহের পর এবার শুরু হলো তার বাস্তবায়ন।

আরও পড়ুন: ট্রাভেল এজেন্সির প্রতারণার ফাঁদে রানাঘাটের চিকিৎসক

শান্তিপুর ব্লকের বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফুলিয়া চিত্তরঞ্জন কলোনির মনসাতলা থেকে প্রায় ১০০ মিটার রাস্তা ঢালাইয়ের কাজের মধ্য দিয়েই প্রকল্পটির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক অনীশ দাসগুপ্ত, অতিরিক্ত জেলাশাসক, শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষ, শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী, স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সাধারণ মানুষ। জেলাশাসক অনীশ দাসগুপ্ত জানান, “এই প্রকল্পের মাধ্যমে জেলাজুড়ে এক হাজারেরও বেশি কাজের রূপায়ণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সমস্ত প্রকল্পই সম্পূর্ণ হবে।” বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। এমন প্রকল্প আগে কোনো মুখ্যমন্ত্রী হাতে নেননি।”

শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ ঘোষের বক্তব্য, “শুধু শান্তিপুর ব্লকেই আজ প্রায় ৫২টি কাজের বাস্তবায়ন শুরু হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলিও সম্পন্ন হবে।” রাজ্য সরকারের এই প্রকল্পের কাজ বাস্তবায়িত হতে দেখে সন্তুষ্ট সাধারণ মানুষও।

দেখুন আরও খবর: 

Read More

Latest News