Saturday, January 10, 2026
HomeScroll'সব পেনড্রাইভ আমার কাছে’, হুঁশিয়ারি মমতার
Mamata Banerjee

‘সব পেনড্রাইভ আমার কাছে’, হুঁশিয়ারি মমতার

সৌজন্যতা মেন্টেন করি, বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব, হুঙ্কার মমতার

কলকাতা: আইপ্যাক তল্লাশির প্রতিবাদে শুক্রবার পথে নামেন মমতা। যাদবপুরের 8B (Jadavpur 8b Bus Stand) থেকে মেগা মিছিল শুরু হয়ে শেষ হয় হাজরা মোড়ে। মিছিলে শেষে বক্তব্য রাখতে গিয়ে এ দিন আরও চড়া সুরে বিজেপিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামোল্লেখ করে হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “শুনুন আপনাদের এখনও ভাগ্য ভাল, আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলো এখনও বাইরে বের করে দিইনি। মমতা বলেন, আঘাত করলে আমার পুনর্জন্ম হয়। আমি তৃণমূলের চেয়ারম্যান হয়ে করেছি। কোনও অন্যায় করিনি। তুমি চোরের মতো কেন এসেছ? তুমি সব ডেটা আমার চুরি করছিল। তোমরা তো ছটা থেকে করছ। আমি সারে এগারোটায় গেছি। পাঁচ ঘণ্টা সব চুরি করেছ।

যাদবপুর থেকে হাজরা- দীর্ঘ মিছিল শেষে প্রকাশ্য সভা থেকে সরাসরি শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও জগন্নাথ চট্টোপাধ্যায়ের নামোল্লেখ করে হুঁশিয়ারির সুরে মমতা বলেন, “শুনুন আপনাদের এখনও ভাগ্য ভাল, আমি চেয়ারে আছি বলে ওই পেনড্রাইভগুলো এখনও বাইরে বের করে দিইনি। আমার কাছে সব পেনড্রাইভে রাখা আছে। বাড়াবাড়ি করলে ফাঁস করে দেব।”’আমি একটা জায়গা পর্যন্ত সৌজন্যতা মেন্টেন করি’ জানিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেন, কিন্তু লক্ষ্মণরেখা বলে একটা আছে। সেটা পেরিয়ে গেলে আর সামলে রাখতে পারবেন না।দেশের স্বার্থেই তিনি এগুলি এখনও ফাঁস করেননি। বলেন, “আমি মুখ খুললে সারা দেশে হইচই হবে। বলি না, কারণ দেশটাকে ভালবাসি। এটা আমার দুর্বলতা নয়।”

আরও পড়ুন: ‘আঘাত করলে আমার পুনর্জন্ম হয়’, হুঙ্কার মমতার

আইপ্যাক প্রসঙ্গে মমতা বলেন, “ওরা নরেন্দ্র মোদি এর হয়ে কাজ করেছিল, চন্দ্র বাবু নাইডু, নীতিশ কুমারের হয়ে কাজ করেছে। ওদের আমরা দ্বায়িত্ব দিয়েছি আইটি সেল দেখার”।তখন প্রশান্ত কিশোর ছিল। এখন প্রশান্ত নেই। প্রতীক দেখে। আমাদের একটাই আইটি সেল দেখে ওরা। আমাদের একটাই সবে ধন নীল মণি। রণডঙ্গা বাজিয়ে আসছে। পহেলগাঁও, হাথরাস, উন্নাও সব ভুলে গেছেন? কয়লা CISF-এর দায়িত্বে, পাসপোর্ট, কাস্টমস কার দায়িত্বে? প্লেন কার দায়িত্বে চলে? অমর্ত্য সেনকে প্রশ্ন করছে বাবা মায়ের বয়সের এত ফারাক কেন? আমি বলি ওরে গর্ধবের দল, ৯০ বছর আগে তোমার বাবা-মায়ের বয়স কত ছিল।নীরব মোদি চোর নয়? There are some মালিয়া মালপোয়া, মেহুল চাউলছেছকি। ওদের নীরবে নিঃশব্দে পাঠিয়েছে। ছাব্বিশের আমাদের পতন হবে না।

Read More

Latest News