Thursday, January 1, 2026
HomeScrollনতুন বছরের প্রথম দিনেই ভারত-পাকিস্তান কূটনৈতিক বৈঠক, কী কী সিদ্ধান্ত?
India-Pakistan

নতুন বছরের প্রথম দিনেই ভারত-পাকিস্তান কূটনৈতিক বৈঠক, কী কী সিদ্ধান্ত?

কোথায় কোথায় পরমাণুকেন্দ্র? দিল্লিকে হিসাব দিল ইসলামাবাদ

ওয়েব ডেস্ক: প্রতি বছর ১ জানুয়ারি ভারত-পাকিস্তান (India-Pakistan) মধ্যে পরমাণুকেন্দ্র (India-Pakistan Exchange Nuclear Facilities) সংক্রান্ত তালিকা বিনিময় হয়ে থাকে। ১৯৮৮ সালের “পারমাণবিক স্থাপনা ও সুবিধার বিরুদ্ধে আক্রমণ নিষিদ্ধকরণ চুক্তি”-এর অধীনে তাদের পারমাণবিক কেন্দ্রগুলির তালিকা বিনিময় করা হয় দুদেশের মধ্যে। চুক্তি অনুযায়ী, প্রতি বছর ১ জানুয়ারি দুই প্রতিবেশী দেশ নিজেদের পরমাণুকেন্দ্র, পারমাণবিক সুযোগ-সুবিধার হিসাব একে অপরের সঙ্গে ভাগ করে নেয়।এই চুক্তি ১৯৯১ সালে কার্যকর হয়েছিল। প্রতি বছরের মতো এবছরও ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণুকেন্দ্র সংক্রান্ত তালিকা বিনিময় হল। নয়াদিল্লি-ইসলামাবাদের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন সত্ত্বেও সেই নিয়মে ব্যতিক্রম হল না।

ভারত-পাকিস্তানের প্রতিনিধিদের মধ্যে পরমাণুকেন্দ্রের এই চুক্তি ২৯৮৮ সালে ৩১ ডিস্ম্বর স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তি ১৯৯১ সালে কার্যকর হয়েছিল।চুক্তির শর্ত অনুযায়ী দুই প্রতিবেশী রাষ্ট্র প্রথম বার নিজেদের মধ্যে পরমাণুকেন্দ্রের তালিকা বিনিময় করে ১৯৯২ সালের ১ জানুয়ারি। সেই থেকে টানা ৩৪ বছর ধরে নিয়মটি মানা হচ্ছে। কখনও কোনও পরিস্থিতিতেই তাতে ছেদ পড়েনি। চুক্তিতে পরমাণুকেন্দ্র বলতে বলা হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, গবেষণাকেন্দ্র, জ্বালানি উৎপাদনের ইউনিট, ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ ক্ষেত্র, আইসোটোপ পৃথকীকরণকেন্দ্র। এ ছাড়া, যে সমস্ত কেন্দ্রে তেজস্ক্রিয় পদার্থ সংরক্ষণ করা থাকে, সেগুলিও এই চুক্তির আওতায় পড়ে। দেশের ঠিক কোন কোন জায়গায় এই ধরনের কেন্দ্র রয়েছে, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ উল্লেখ করে তার নিখুঁত অবস্থান প্রতি বছর ভারত ও পাকিস্তান একে অপরকে দিয়ে থাকে। বৃহস্পতিবারও তা-ই করা হয়েছে।ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বৃহস্পতিবার বিবৃতি জারি করে তালিকা বিনিময়ের কথা জানানো হয়েছে। ‘‘নয়াদিল্লি ও ইসলামাবাদে অবস্থিত কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পরস্পরের সঙ্গে পারমাণবিক কেন্দ্রের তালিকা বিনিময় করেছে। পারমাণবিক কেন্দ্রে আক্রমণ নিষিদ্ধকরণের চুক্তি অনুযায়ী এই তালিকা বিনিময় করা হয়েছে।’’

আরও পড়ুন: স্যোশাল মিডিয়ায় রোমে ছুটি কাটানোর ছবি, বিজয়কে জড়িয়ে ধরে রয়েছেন রশ্মিকা

Read More

Latest News