ওয়েব ডেস্ক : খোদ যুদ্ধসচিবের বোকামিতে ফাঁস ফৌজের যাবতীয় গতিবিধি! শুধু তা-ই নয়, সেই সুযোগকে কাজে লাগিয়ে বাহিনীর উপর হামলার সুযোগ পাচ্ছেন বিদ্রোহীরা। এ-হেন বিস্ফোরক অভিযোগে পর বেজায় বিপাকে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য পিট হেগসেথ। এর পরেই তিনি এগিয়ে চলছেন সংবাদমাধ্যমকে। অন্যদিকে সংশ্লিষ্ট ইস্যুকে কেন্দ্র করে আমেরিকার ঘরোয়া রাজনীতিতে উঠেছে সমালোচনার ঝড়, যা সামলাতে হিমশিম খেতে হচ্ছে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টিকে।
আরও খবর : অ্যাশেজ টেস্টে বিপাকে ইংল্যান্ড, দাপুটে জয়ের পথে অস্ট্রেলিয়া?
মূলত অভিযোগে করে বলা হয়েছে যে, ‘সিগনাল’ অ্যাপের মাধ্যমে সৈনিকদের হামলা এবং হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল। এই ঘটনা একটি কৌশলগত বিপর্যয়ের দিকে নিয়ে গিয়েছে, যেখানে যুদ্ধসচিবের কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার পর তিনি নিজেকে রক্ষা করতে ‘বেআইনি’ বলে চিৎকার শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এই ঘটনাটি ট্রাম্প প্রশাসনের ভাবমূর্তিতে একটি কালো দাগ ফেলছে। অনেকেই এই ঘটনাকে গুরুতর হিসেবে দেখছেন এবং এর ফলে প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজনের সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই অপ্রীতিকর ঘটনা সামরিক বিশৃঙ্খলাকে উসকে দিতে পারে এবং আন্তর্জাতিক স্তরে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
দেখুন অন্য খবর :







