Thursday, November 20, 2025
HomeScrollআইসিস নেটওয়ার্কের জাল বিস্তার ভারতে, ধৃত ২ নাবালক
IsIs Network

আইসিস নেটওয়ার্কের জাল বিস্তার ভারতে, ধৃত ২ নাবালক

সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে মগজ ধোলাই চালাত ওই নাবালকেরা

ওয়েবডেস্ক- ভারতে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ ভালো ভাবেই তার জাল বিস্তার করছে। দিল্লি কাণ্ডের পরেই গোটা দেশজুড়ে তল্লাশি অভিযান চলছে। এবার খোঁজ মিলল আইসিস নেটওয়ার্কের (IsIs Network)। নাবালকদের মগজ ধোলাই করে দেশে সন্ত্রাস বিরোধী কার্যকলাপ ছড়িয়ে দেওয়ার চেষ্টা। মগজ ধোলাইয়ের জন্য হাতিয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াকে। ছত্তিশগড় (Chhattisgarhথেকে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। দুজনেই নাবালক (Minor)। ছত্তিশগড়ের রায়পুর তজেকে আজ অ্যান্টি-টেররিজম স্কোয়াড দুই নাবালককে আটক করেছে। এরা ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়ার (ISIS) সঙ্গে যোগাযোগ ছিল বলেই জানিয়েছেন ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা।

প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী কাজে নাবালককের কাজে লাগানো হচ্ছে। কারণ নাবালকদের চট করে কেউ সন্দেহ করবে না, তাই এই পন্থা নিয়েছে জঙ্গিরা। সেই সঙ্গে নাবালক হওয়ায় আইন কঠোর প্রয়োগ করা হবে না। সব কিছু জেনে বুঝে আটঘাঁট বেঁধে নাবালকদের প্রচারের করার পরিকল্পনা নিয়েছিল আইসিস।

আরও পড়ুন- দিল্লি কাণ্ডের পরেই খোঁজ নেই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে ১০ ছাত্র-কর্মীর

পাকিস্তানের আইসিস মডিউলের নির্দেশে কাজ করছিল এই নাবালকরা। সোশ্যাম মাধ্যমে ভুয়ো আইডির মাধ্যমে সক্রিয় ছিল। সেখান থেকেই নাবালকদের মগজধোলাইয়ের কাজ করত। ইন্সটাতে গ্রুপও ছিল। ধৃত ২ নাবালকের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (UAPA) মামলা দায়ের করা হয়েছে।

দেখুন আরও খবর-

Read More

Latest News