Saturday, August 30, 2025
HomeScrollভারতের শান্তিকামী অবস্থানকে দুর্বলতা ভেবো না, পাকিস্তানকে বার্তা সিডিএসের

ভারতের শান্তিকামী অবস্থানকে দুর্বলতা ভেবো না, পাকিস্তানকে বার্তা সিডিএসের

দেশের স্বার্থে জন্য শক্তি ব্যবহার করতে ভারত দুবার ভাববে না

ওয়েবডেস্ক- ভারত শান্তির পক্ষে, শান্তিবাদের (Pacifism) পক্ষে নয়, পাকিস্তানকে (Pakistan) জোরালো হুঁশিয়ারি সিডিএস অনিল চৌহানের (CDS Anil Chauhan) । সিডিএস বলেন, ভারত (India) শান্তির পক্ষে থাকলেও, দেশের স্বার্থে জন্য শক্তি ব্যবহার করতে দুবার ভাববে না।

সেনা কলেজে ‘রণ সংবাদ’ কনক্লেভে (‘Ran Samvad’ Conclave) ভাষণ দিতে গিয়ে এইভাবে পাকিস্তানকে কড়া চ্যালেঞ্জ জানালেন চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। মঙ্গলবার জোরালো বক্তব্য রেখে সেনা প্রধান আরও বলেন, ভারতের শান্তিকামী অবস্থানকে দুর্বলতা মনে করা উচিত নয়। ভারত শান্তিপ্রিয় দেশ, তবে দুর্বল নয়। আমরা শান্তিবাদী হতে পারি না, কারণ ক্ষমতা ছাড়া শান্তি চিন্তা করা কাল্পনিক।

২২ এপ্রিল পহেলগাম কাণ্ডের কথা স্মরণ করিয়ে দিয়ে সিডিএস বলেন, অপারেশন সিঁদুর (Operation Sindoor) বন্ধ হয়নি। সন্ত্রাস মোকাবিলায় ভারতে এই অভিযান অব্যাহত রয়েছে। সেইসঙ্গে তিনি বলেন, অপারেশন সিঁদুর ছিল একটি আধুনিক অভিযান, যেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি।

চারটি মূল পয়েন্ট তুলে ধরে তিনি বলেন, সেনার শক্তি আরও বাড়াতে হবে। যুদ্ধকালীন এবং শান্তিকালীন সময়ের মধ্যে ঐতিহ্যবাহী পার্থক্যগুলি মুছে গেছে। যা “প্রতিযোগিতা, সংকট, সংঘাত, সংঘাত এবং যুদ্ধের” একটি ধারাবাহিক চক্রের পথ তৈরি করেছে। আগে যে যুদ্ধগুলি হত সেগুলি ভূখণ্ড বা আদর্শ নিয়ে হত, ভবিষ্যতের যুদ্ধগুলিতে জনগণের মূল্য এবং যুক্ত থাকার বিষয়টি আরও সমালোচনামূলকভাবে বিবেচনা করা উচিত।  বিজয় এখন আর হতাহতের সংখ্যা দিয়ে পরিমাপ করা হয় না বরং অভিযানের গতি, নির্ভুলতা এবং কৌশলগত প্রভাব দ্বারা পরিমাপ করা হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে একটি সামগ্রিক রূপান্তরের ডাক দেন তিনি।

সেইসঙ্গে সিডিএস বলেন, বিকশিক ভারতের, অধীনের দেশ তার লক্ষ্য পূরণ করবে। সিডিএস অনিল চৌহান বলেন, বিকশিত ভারত হিসেবে কেবল আমাদের প্রযুক্তিতে নয়, ধারণা অনুশীলনেও যেমন সশস্ত্র, সুরক্ষিত, আত্মনির্ভর হতে হবে। তিনি ভারতীয় সমাজে, শিক্ষা থেকে শুরু করে কর্মক্ষম পদমর্যাদা পর্যন্ত, যুদ্ধের মতবাদ ও কৌশলগত দিকগুলি সম্পর্কে আরও সচেতনতার আহ্বান জানান।

আরও পড়ুন- দেশের প্রতিরক্ষায় ভৈরব কমান্ডো, পাকিস্তান ও চীনের কাছে চ্যালেঞ্জ

জেনারেল চৌহান দ্রুত পরিবর্তনশীল যুদ্ধক্ষেত্রের মুখোমুখি হয়ে, স্থল, সমুদ্র, আকাশ, সাইবার এবং মহাকাশ ক্ষেত্রগুলিকে অন্তর্ভুক্ত করে সমন্বিত ত্রি-সেবা অভিযানের প্রয়োজনীয়তার উপর জোর দেন। যখন সংঘাতের প্রকৃতি দ্রুত পরিবর্তন হচ্ছে, তখন আমাদের প্রতিক্রিয়া অবশ্যই দ্রুত, সিদ্ধান্তমূলক হত হবে। আর সেই কারণে সেনা, নৌ ও বায়ু সেনাকে সমন্বয় বাড়াতে হবে, আহ্বান সিডিএসের।

দেখুন আরও খবর-

Read More

Latest News