ঝাড়গ্রাম: পিছিয়ে পড়া জেলা ঝাড়গ্রামই (Jhargram) করে দেখাল। এসআইআরএ (SIR) রাজের অনেক জেলার থেকে অনেকটাই এগিয়ে এই জেলা।
রাজ্যের মধ্যে প্রায় ১০০% এসআইআর ফর্ম ফিলাপ এবং আপলোড সম্পূর্ণ। জেলার আপডেট ৯৯.৯০%। ঠিক একি ভাবে দিদির দূত এর রিপোর্ট কার্ড ওয়াররুমেও এগিয়ে জঙ্গলমহলের এই জেলা।
রাজ্যে স্পেশাল ইনসেনটিভ রিভিশন শুরু হওয়ার পর তৃণমূল প্রতিটি বিধান সভায় এই প্রক্রিয়া মনিটরিং করার জন্য ওয়ার রুম (War Room) চালু করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গত ২৪ নভেম্বর তৃণমূলের ১৪ হাজারের বেশি নেতা কর্মীকে নিয়ে ভার্চুয়াল মিটিং করে ১৪ জন নেতাকে জেলা ভিত্তিক ওয়ার রুমের দায়িত্ব দেন। এসআইএর- এর সময় সীমা বাড়ালেও এই ওয়াররুমের ডেটা আপলোডের দিন ধার্য হয় ৪ ডিসেম্বর পর্যন্ত।
ঝাড়গ্রাম জেলায় এই দায়িত্ব পান অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Minister Chandrima Bhattacharya) । তিনি ঝাড়গ্রামের প্রতিটি বিধান সভায় ঘুরে ওয়ার রুমের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আরও পড়ুন- ৩২ হাজার চাকরি বহাল আবহে আজ মুর্শিদাবাদে সভা মুখ্যমন্ত্রীর
সংবাদ মাধ্যমের সামনে তিনি জানান ঝাড়গ্রাম জেলার ওয়ার রুম এবং এসআইআর উভয়এর কাজ অত্যন্ত সন্তোষ জনক। অনেক জেলার থেকে যে ঝাড়গ্রাম অনেকটাই আগে তা পরিসংখ্যান ই বলে দেয়।
জেলার চারটি বিধানসভার দলিয় ওয়ার রুমের পরিসংখ্যান —
ঝাড়গ্রাম জেলার- ৯৫.২৮% প্রায়।
ঝাড়গ্রাম-৯৪% প্রায়
গোপীবল্লভপুর- ৯৬% প্রায়
নয়াগ্রাম-৯৪% প্রায়
বিনপুর-৯৫% প্রায়
পাশাপাশি এসআইআর এর জেলার পরিসংখ্যান
ঝাড়গ্রাম জেলায় ৯৯.৯০%
বিধানসভা অনুযায়ী
ঝাড়গ্রাম-৯৯.৮২% প্রায়
গোপীবল্লভপুর- ৯৯.৮৭% প্রায়
নয়াগ্রাম-৯৯.৯৪% প্রায়
বিনপুর-৯৯.৯৭% প্রায়
দেখুন আরও খবর-







