Monday, October 6, 2025
spot_img
HomeJio নিয়ে এল নতুন প্ল্যান!

Jio নিয়ে এল নতুন প্ল্যান!

ওয়েব ডেস্ক: এই মুহূর্তে দেশের ৪৯ কোটি মানুষ রিলায়েন্স জিও-র (Reliance Jio) গ্রাহক। তাই জিও নতুন নতুন অফার দিলেই হইচই পড়ে যায়। ফের মুকেশ আম্বানির (Mukesh Ambani) সংস্থা এনেছে ধামাকাদার অফার। ২৯৯ টাকার প্ল্যানের সুবিধা মিলবে মাত্র ১০০ টাকায়। শুধু তাই নয়, মোবাইল বা টিভিতে ওটিটি দেখার ক্ষেত্রে পকেটের সঙ্গে মানানসই প্ল্যান হতে চলেছে এটি।

সকলের আগ্রহের কেন্দ্রে রয়েছে জিও-এর নয়া প্ল্যান। এই প্ল্যানে অবিকল সেই সব সুবিধা রয়েছে যা রয়েছে ২৯৯ টাকার প্ল্যানটিতে থাকে। শেষ করে ওটিটির জন্য এই প্ল্যান একেবারে জবরদস্ত। জেনে নিন সবিস্তারে-

আরও পড়ুন: জিও ব্ল্যাকরক ফান্ডে বড় খবর

কী কী বেনিফিট মিলবে?

নয়া প্ল্যানের মেয়াদ ৯০ দিনের। পাওয়া যাবে ৫ জিবি। জিওসিনেমার প্রিমিয়াম সাবস্ক্রিপশন বিনামূল্যে। যারা ওয়েব সিরিজ, সিনেমা ও খেলা দেখতে ভালোবাসেন, তাঁদের জন্য বেস্ট প্ল্যান এটি। টিভি ও মোবাইলেও বিনামূল্যে মিলবে জিওসিনেমা। এর আগে ২৯৯ টাকার প্ল্যানটিই ছিল জিওসিনেমা প্রিমিয়াম দেখার ক্ষেত্রে ন্যূনতম প্ল্যান। এখন থেকে জনপ্রিয় ছবি, ওয়েব সিরিজ ও লাইভ খেলা দেখার সুযোগ মিলবে মোবাইল ও টিভিতে। জিও মাত্র ১০০ টাকাতেই সেই সুযোগ দিচ্ছে।

১০০ টাকার এই প্ল্যানটি সম্পর্কে দু’টি বিষয় গ্রাহকদের মাথায় রাখা দরকার, এই অফারের সুযোগ নিতে হলে আপনার জিও নম্বরের একটি অ্যাকটিভ বেস প্ল্যান থাকা দরকার। এই ১০০ টাকার প্ল্যান কিন্তু আপনার সিমকে অ্যাকটিভ রাখবে না। এটা একেবারেই বুস্টার/ সেকেন্ডারি প্ল্যান, যার লক্ষ্যই হল ওটিটি পরিষেবার সুযোগ করে দেওয়া। এবং সেজন্য সীমিত ডেটা প্রদান করা।

দেখুন আরও খবর:

Read More

Latest News