কলকাতা: বরফের চাদরে ঢাকা কাশ্মীর। ভূস্বর্গে রোম্যান্টিক দেখা গেল মুডে লোপামুদ্রা-জয়কে (Joy-Lopamudra Kashmir Trip)। সঙ্গীতশিল্পী জুটি তাঁদের এই ভূস্বর্গ সফরের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন। শহরের তাপমাত্রা উর্ধ্বমুখি। কলকাতা জ্বালা পোড়া গরম থেকে দূরে কাশ্মীরে বেড়াতে গেলেন জয় সরকার (Joy Sarkar) এবং লোপামুদ্রা মিত্র (Lopamudra Mitra)। এই সঙ্গীতশিল্পী জুটি তাঁদের এই ভূস্বর্গ সফরের একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন।
লোপা বড়, জয় ছোট- তাতে কী? তাদের প্রেমের গাড়ি তড়তড় করে এগিয়ে চলেছে। একসঙ্গে তাঁদের দীর্ঘ পথ চলা। কাজের থেকে সময় বার করেই দুজনে বেরিয়ে পড়েন কখনও খেলা দেখতে তো কখনও লম্বা ভ্যাকেশনে। এবার তাঁদের দেখা গেল বরফের চাদরে ঢাকা কাশ্মীরে।
পাহেলগাঁওতে তাঁদের বেশ কিছু রোম্যান্টিক ছবি তুলেছিলেন সেগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। জয় সরকার যে ছবিগুলো পোস্ট করেছেন এদিন সেখানে দেখা যাচ্ছে ঝিলম নদীর পাশে চারিদিক সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে। তার মধ্যেই জুটিতে জয় এবং লোপা পোজ দিয়েছেন।
আরও পড়ুন: লাল শাড়িতে কলকাতার রাস্তায় চিত্রাঙ্গদা সিং
আরেকটি ছবিতে দেখা যাচ্ছে স্ত্রীকে পাশে নিয়ে নদীর পাশে একটি পাথরের উপর বসে আছেন জয়। অন্য ছবিতে সুরকারকে একাই দেখা গিয়েছে।
ছবিতে জয়ের পিছনে ঝিলমনদী দুপাশে পাহাড় মাঝে জয়। জয় লেখেন, ‘পাহেলগাঁওয়ের বেলাগাম সৌন্দর্যের মাঝখানে জিতেন্দ্র এবং শ্রীদেবী।’
অন্য খবর দেখুন