Friday, August 29, 2025
HomeBig newsজেলমুক্তির পর জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পাচ্ছেন বালু

জেলমুক্তির পর জেড ক্যাটেগরির নিরাপত্তা ফিরে পাচ্ছেন বালু

কলকাতা: জেলমুক্তির পর জেড ক্যাটেগরির নিরাপত্তা (Z-Category Security) ফিরে পাচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন বালু। ১৪ মাস পরে গত ১৫ জানুয়ারি তিনি জামিন পান। ইডির মামলায় কলকাতার বিচার ভবন প্রাক্তন মন্ত্রীকে জামিন দিয়েছিল। জেলমুক্তির পর বিধানসভায় বাজেট অধিবেশনে যোগ দিতে দেখা গিয়েছিল হালুকে। জেলমুক্তির পর আবার ‘জেড’ ক্যাটেগরির নিরাপত্তা পেতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমান পরিস্থিতি বিচার করে রাজ্য পুলিশ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবর সূত্রের খবর।

আরও পড়ুন: ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিসে করতে পারবেন, ঘোষণা মমতার

রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর প্রায়সম্প্রতি ছাড়া পেয়েছেন জামিনে। পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকার বিচারক জামিনে মুক্তি দিয়েছিলেন। জেলমুক্তির পর বিধানসভায়ও গিয়েছিলেন বালু। বাজেট অধিবেশনেও যোগ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তাঁর। এই সবের মধ্যেই এবার জানা যাচ্ছে, ফের নিরাপত্তারক্ষীদের সঙ্গে দেখা যাবে জ্যোতিপ্রিয়কে। তবে রাজ্যের নিরাপত্তার দায়িত্বে থাকা স্বরাষ্ট্র দফতর পর্যবেক্ষণ ও পরীক্ষা-নীরিক্ষার পর এই সিদ্ধান্ত নিয়ে ফিরিয়ে দেওয়া হবে বালুর নিরাপত্তা। ওয়াই ক্যাটেগরি থ্রেট নিরাপত্তা পেতে চলেছেন বালু। বিধাননগর কমিশনারেটের পুলিশ তাঁর বাড়িতে মোতায়েন থাকে। সেই নিরাপত্তা এ বার আরও বাড়ল।

দেখুন ভিডিও

Read More

Latest News