Sunday, October 19, 2025
HomeScrollদীপাবলির আগে বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ
Kaksha

দীপাবলির আগে বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ

এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ

কাঁকসা: বিপুল পরিমাণে বাজেয়াপ্ত আতশবাজি। উদ্ধার করল কাঁকসা থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে এক ব্য়াক্তির গোডাউনে হানা দিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণে বাজি।

গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে আতশবাজি বাজেয়াপ্ত করল কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ অভিযান চালিয়ে এক ব্যক্তির গোডাউনে হানা দেয়। সেখানে বেআইনিভাবে মজুত করা বিপুল পরিমাণে শব্দবাজি সহ আতশবাজি বাজেয়াপ্ত করে কাঁকসা থানার পুলিশ। বাজেয়াপ্ত করা আতশবাজি সহ ব্যবসায়ীকে কাঁকসা থানায় আনা হয়।পুলিশ জানিয়েছে,বেআইনিভাবে আতশবাজি বিক্রি করার ঘটনায় গত কয়েকদিন আগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছিল। প্রায় ৪.৫০ কেজি আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল। ফের অভিযান চালিয়ে শুক্রবার রাত্রে এক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং তার গোডাউন থেকে প্রায় ১০০ কেজি আতশবাজি বাজেয়াপ্ত করা হয়েছে। এলাকায় যাতে বেআইনিভাবে আতশবাজি এবং শব্দবাজি বিক্রি না হয় তার দিকে সতর্ক রয়েছে কাঁকসা থানার পুলিশ। চলছে কড়া নজরদারি এবং লাগাতার তাদের অভিযান চলবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: তুলির টানে এক নারীর শরীরে ফুটিয়ে তুললেন বামা কালীর অবয়ব

রাত পোহালেই কালীপুজো। তারপর দিপাবলী ও ছট পুজোও রয়েছে। এই সময় বিশেষ চাহিদা বাড়ে আতসবাজির। তবে দূষণের কথা মাথায় রেখে বেশ কিছু জায়গায় নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে সবুজ বাজি পোড়ানোর ক্ষেত্রে। তবে এই আলের উৎসবের আগেই নিষিদ্ধ বাজির রমরমা ক্রমশ বাড়ছে।

দেখুন আরও খবর: 

Read More

Latest News