ওয়েব ডেস্ক : বড় অঙ্কের অ্যামাউন্ট নিয়ে আইপিএল-এর মিনি নিলামে (IPL Auction) নেমেছিল কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। নিলাম শুরু হতেই একের পর এক দামি ক্রিকেটারদের কিনে তোলপাড় করে দিল শাহরুখ খানের দল। ক্যামেরন গ্রিন, মাথিশা পাথিরানা পর এবার চড়া দামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman) কিনল নাইট শিবির।
মোস্তাফিজুর রহমানের বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। নিলামে কলকাতার পাশাপাশি চেন্নাই সুপার কিংস (CSK) এবং দিল্লি ক্যাপিটালসও (DC) দর কষাকষি শুরু করেছিল। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ টাকায় তাঁকে কিনে নিল কেকেআর। এদন নিলামে ওঠার পরেই তাঁকে কেনার জন্য প্রথম আগ্রহ দেখায় দিল্লি। অন্যদিকে ডেথ ওভারের পেসার প্রয়োজন চেন্নাই সুপার কিংসের। সেই কারণে সিএসকেও লড়াইয়ে নেমেছিল।
আরও খবর : ৮ কোটিতে পেসার নিল দিল্লি! জাদেজার পেল চেন্নাইও
দুই দলের দর কাষাকষিতে মোস্তাফিজুর রহমানের দাম এক সময় উঠে গিয়েছিল ৫ কোটি টাকায়। সেই সময় সরে যায় দিল্লি। মনে হচ্ছিল বাংলাদেশের পেসারকে এবার যাচ্ছেন সিএসকে-তে। কিন্তু এর পরেই ময়দানে নামে কেকেআর। এক সময় সেই দাম গিয়ে পৌঁছে যা ৯ কোটি টাকায়। সে সময় চেন্নাই ভেবেছিল এবার হয়তো ক্ষান্ত হবে কেকেআর। কিন্তু এর পরেই কলকাতা ৯ কোটি ২০ লক্ষ টাকার বিড করে। তার পরেই লড়াই থেকে সরে যায় চেন্নাই।
এর ফলে এখনও পর্যন্ত বেশ কয়েকজন ক্রিকেটারকে কিনেছে। তার মধ্যে রয়েছেন….
ক্যামেরন গ্রিন -২৫ কোটি ২০ লক্ষ
মাথিশা পাথিরানা- ১৮ কোটি
তেজস্বী সিং- ৩ কোটি
ফিন অ্যালেন- ২ কোটি
প্রশান্ত সোলাঙ্কি- ৩০ লক্ষ
কার্তিক ত্যাগী- ৩০ লক্ষ
মোস্তাফিজুর রহমান- ৯ কোটি ২০ লক্ষ
রাহুল ত্রপাঠি- ৭৫ লক্ষ
সার্থক রঞ্জন- ৩০ লক্ষ
দক্ষ কামরা-৩০ লক্ষ
টিম সেইফার্ট- ১ কোটি ৫০ লক্ষ
দেখুন অন্য খবর :







