Wednesday, September 10, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollকালো ড্রেসে পোজ দিয়ে উষ্ণতা ছড়ালেন কৌশানী
Koushani Mukherjee

কালো ড্রেসে পোজ দিয়ে উষ্ণতা ছড়ালেন কৌশানী

ডিপ কাট ড্রেসে স্পষ্ট বক্ষ বিভাজিকা, সঙ্গে কিলার চোখের দৃষ্টি

কলকাতা: ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট তেমন করেন না, তবে ঘুরতে গেলে তাঁকে নানা স্টাইলিশ আউটফিটে দেখা যায়। তবে এবার স্যোশাল মিডিয়ায় নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করে তাক লাগালেন কৌশিনী মুখ্যোপাধ্যায় (Koushani Mukherjee)।

চোখ রাখব ছবিতে গত সপ্তাহে মুক্তি পেয়েছে রক্তবীজ ২ এর নতুন রোমান্টিক গান। এই গানে দেখা গেল অঙ্কুশ ও কৌশানীর মিষ্টি রোম্যান্স। দুই তারকার পর্দায় রোম্যান্সে বুঁদ নেট পাড়া। এর মধ্যেই বোল্ড অবতারে ধরা দিলেন কৌশিনী।

কালো ডিপ কাট ড্রেসে ফোটো শুট করেছেন। ডিপ কাট ড্রেসে স্পষ্ট বক্ষ বিভাজিকা, সঙ্গে কিলার চোখের দৃষ্টি। পোশাকের সঙ্গে মানানসই কোশানীর মেকআপও। একদম ম্যাট ফিনিশে মেকআপ করেছেন। আবেদনময়ী লুকে নেটিজেনদের ঘুম ওড়ালেন কৌশানী

 

View this post on Instagram

 

A post shared by Koushani (@myself_koushani)

 অন্য খবর দেখুন

Read More

Latest News