কলকাতা: জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণ বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত, উত্তর ওড়িশাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থানরত। তবে ভারী বৃষ্টির (Light Moderate Rainfall) পূর্বাভাস নেই বঙ্গে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির (Rain Forecast) কোন সম্ভাবনা আর নেই। মূলত আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা ও আর থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের সামান্য বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সেখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণের নয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার জন্য সতর্কতা জারি করা হয়েছে। শনিবারও কয়েক জেলায় রয়েছে সতর্কতা। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শনিবার পর্যন্ত। আংশিক মেঘলা আকাশ কখনো মেঘলা আকাশের সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে।শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা (Kolkata Rain Forecast) হাওড়া হুগলি নদিয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দমকা বাতাস বইতে পারে।দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমবে। বিক্ষিপ্ত ভাবে জেলাগুলির কিছু অংশে হালকা বৃষ্টি হতে পারে। তা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত।
আরও পড়ুন: NRC নোটিশ নিয়ে বিরাট মন্তব্য মমতার
শনিবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বৃষ্টির সঙ্গে দমকা বাতাস বইতে পারে। বিহার ঝাড়খণ্ডে শনিবার থেকেই শুষ্ক আবহাওয়া। বেশ কিছু অংশে বর্ষা বিদায়ের সম্ভাবনা। তবে ওড়িশা এবং বাংলাতে আরও কিছুদিন অপেক্ষা বর্ষা বিদায়ের। রবিবারের পর থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমবে। ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন। আগামী সপ্তাহে শুষ্ক আবহাওয়ার দিকে বাংলা।
অন্য খবর দেখুন