Friday, November 21, 2025
Homeমঙ্গল আর শুক্র মিলিয়ে নবপঞ্চম যোগ, লাকি এই তিন রাশি

মঙ্গল আর শুক্র মিলিয়ে নবপঞ্চম যোগ, লাকি এই তিন রাশি

ওয়েবডেস্ক- মঙ্গল আর শুক্র মিলিয়ে তৈরি করবেন নবপঞ্চম যোগ (NabaPancham Yog)। এর ফলে ধন সম্পত্তিতে ভরে উঠবে এই তিন রাশির (Horoscope) জীবন। শুক্র, মঙ্গলের রাশি মেষে প্রবেশ করেছেন গত ৩১ মে। পাশাপাশি মঙ্গল, কর্কট রাশি থেকে বেরিয়ে মেষ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে মঙ্গল প্রবেশ করবে ৭ জুন। ফলে তৈরি হচ্ছে রাজযোগ।

কর্কট- মঙ্গল ধনভাবে দৃষ্টি দেবেন। ফলে আর্থিক উন্নতি। এত দিন আর্থিক দিক থেকে যে টালমাটাল অবস্থা চলছিল, তার থেকে মুক্তি মিলবে। যারা রোগ ব্যধিতে ভুগছিলেন, তাদের মুক্তি মিলবে। দাম্পত্য জীবনে মাধ্যুর্য বাড়বে। অবিবাহিতদের জীবনে নয়া প্রেমের সঞ্চার। হঠাৎ করে প্রেমের প্রস্তাব পেতে পারেন।

আরও পড়ুন- বিদেশ থেকে আসছে সুখবর, ভাগ্যদেবী আজ প্রসন্ন কোন রাশির জাতকদের উপর?

 

তুলা- কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি। চতুর্দিক থেকে অর্থাগম। ব্যবসায় লাভ। যারা নতুন কর্মের খোঁজ করছিলেন, তারা এবার সেই সুযোগ পাবেন। দাম্পত্য জীবন সুখের হবে। যারা অবিবাহিত তাদের জীবনে নয়া প্রেমের সঞ্চার হবে। মঙ্গল ধনভাবে দৃষ্টি দেবেন। ফলে টাকা সম্পর্কিত সমস্যা থেকে মঙ্গল মুক্তি দিতে পারবেন।

বৃশ্চিক- ভাগ্যের উন্নতি। ধনাগম বৃদ্ধি। মঙ্গল আর শুক্রের তৈরি নবপঞ্চম যোগের ফলে বহু রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। যারা বিবাহিত তাদের দাম্পত্য জীবন সুখের হবে। যারা বিয়ে চেষ্টা করছিলেন, তাদের এবার সমস্ত বাধা দূর হবে। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি। কর্মসূত্রে বিদেশ যাত্রা হতে পারে।

 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News