কলকাতা: দুর্গাপুজোয় রিলিজ করছে ‘রক্তবীজ ২’ ছবি। প্রচারের ব্যস্ততা শুরু হওয়ার আগে বিদেশে ছুটিতে কাটাতে দেখা গেল মিমি চক্রবর্তীকে। সেখানে তাঁর বোল্ড, হট লুক নজর কাড়ল সকলের। মিমি ইন্সটাগ্রামের পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। বিদেশে অবসর যাপন করছেন নায়িকা।
অভিনেত্রী মিমি চক্রবর্তী সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। তবে তাঁর ফটোশুটের লুক দেখে সকলেরই যেন মন ভালো হয়ে যায়। মিমি চক্রবর্তী মানেই কখনও খোলামেলা পোশাকে আগুন ধরানো ছবি। সঙ্গে মন খোলা হাসি। আবার কখনও সিম্পল পোশাকে রূপবতী হয়ে ওঠার মত ফটোশুট। আগামী পুজোতেই তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘রক্তবীজ ২’ মুক্তি। ছবির প্রচারের ব্যস্ততাত শুরুর আগে এক্কেবারে ছুটির মেজাজে ধরা দিলেন মিমি চক্রবর্তী।ছবির টিজার প্রকাশ্যে আসতে তাঁকে বিকিনি লুকে দেখার পর রীতিমতো চমকে গিয়েছেন দর্শক। এই মুহূর্তে বিদেশে ছুটি কাটাচ্ছেন মিমি। ঘুরে দেখছেন সেখানকার রাজপথ থেকে অলিগলি।
View this post on Instagram
আরও পড়ুন: রঘু ডাকাত লুকে ঝড় তুললেন দেব
সেখানে সাদা-সবুজ রঙের কো-অর্ড সেটে দারুণ দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্য একটি ছবিতে তাকে দেখা গেল সাদা-কালো প্রিন্টে মিনি ড্রেসে। তাকে কালো টপ সঙ্গে মিনি স্কাটে দেখা গিয়েছে।তাঁর এই ছবি সোশাল মিডিয়ায় দেখে তা রীতিমতো হাঁ হয়ে দেখলেন অনেকে। ছবিতে ভেনিসের অলিগলি থেকে মনভালো করা পাহাড় , সূর্যাস্তের ছবিও ধরা পড়েছে।
View this post on Instagram
অন্য খবর দেখুন