ওয়েবডেস্ক- জাপান (Japan) থেকে ফেরার পথে প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা (Prime Minister Shigeru Ishiba) ও তাঁর স্ত্রী ইয়েশিকোকে (Yoshiko) একাধিক বহু মূল্য উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Naredra Modi)। সেই উপহারের মধ্যে রয়েছে চপস্টিক সহ বাটির একটি বিশেষ বাটি উপহার দিয়েছেন।
এই মূল্যবান সেটটি মুন স্টোন দিয়ে তৈরি। এই সেটটিতে একটি বড় বাদামি মুন স্টোনের বাটি, চারটি ছোট বাটি সহ রূপোর চামচ রয়েছে। এই অনুপ্রেরণা নেওয়া হয়েছে জাপানের ঐতিহ্যবাহী ডনবুরি ও সোবা খাওয়ার ঐতিহ্য নেওয়া। অন্ধ্রপ্রদেশ থেকে আনা এই মুনস্টোনটি অলৌকিকতায় উজ্জ্বল এবং প্রেম, ভারসাম্য এবং সুরক্ষার প্রতীক, অন্যদিকে মূল পাত্রটির ভিত্তি হল মাকরানা মার্বেল যা রাজস্থানের ঐতিহ্যবাহী পারচিন কারি স্টাইলে আধা-মূল্যবান পাথর দিয়ে খচিত।
এছাড়াও প্রধানমন্ত্রী মোদি দিয়েছেন পশমিনা শাল। লাদাখের চাংথাঙ্গি ছাগলের সূক্ষ্ম পশম দিয়ে তৈরি, হালকা, নরম এবং উষ্ণ হওয়ার জন্য বিশ্বব্যাপী সমাদৃত। কাশ্মীরি কারিগরদের হাতে বোনা, এটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য বহন করে যা একসময় রাজপরিবারের শোভা পেত। শালটির ভিত্তি হাতির দাঁতের, রাস্ট, গোলাপী এবং লাল রঙের সূক্ষ্ম ফুল এবং পেসলি নকশা সহ, যা ক্লাসিক কাশ্মীরি নকশা এবং কারুশিল্পের প্রদর্শন করে। এটি ফুল এবং পাখির নকশা দিয়ে সজ্জিত একটি হাতে আঁকা পেপিয়ার-মাচ বাক্সে আসে, যা এর সৌন্দর্য এবং সাংস্কৃতিক মূল্যকে আরও বাড়িয়ে তোলে। শাল এবং বাক্স একসাথে কাশ্মীরের শৈল্পিকতা, ঐতিহ্য এবং কালজয়ী সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে।
আরও পড়ুন- রবিবার মোদি-জিনপিং বৈঠক, কী কী বিষয়ে আলোচনা হতে পারে?
উল্লেখ্য, দুদিনের সফর শেষ করে আজই চীনের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। সেখানে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। রবিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাপানে প্রধানমন্ত্রীর এই সফর ফলপ্রসূ হয়েছে। অনেক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, পারস্পরিক বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার আলোচনা হয়েছে। জাপান সফরে প্রধানমন্ত্রী মোদি জাপানে প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রীর জন্য বিশেষ উপহার নিয়ে গিয়েছিলেন। চীনে উচ্চ-স্তরের এসসিও শীর্ষ সম্মেলনে যোগদানের আগে, প্রধানমন্ত্রী মোদি, শিগেরু ইশিবাকে সঙ্গে নিয়ে, টোকিও থেকে সেন্দাই পর্যন্ত বুলেট ট্রেনে ভ্রমণ করেন। তাঁর ভ্রমণের শেষ দিনে সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স প্রস্তুতকারক টোকিও ইলেকট্রন পরিদর্শন করেন।
দেখুন আরও খবর-