Monday, October 27, 2025
HomeBig newsহিংসা রুখতে বিকেল থেকে ফের নেপালে কারফিউ জারি
Nepal

হিংসা রুখতে বিকেল থেকে ফের নেপালে কারফিউ জারি

অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারি

নেপাল: অশান্তি রুখতে কড়া হুঁশিয়ারির পাশাপাশি বিকেল ৫টা থেকে দেশজুড়ে কারফিউ জারির ঘোষণা করেছে সেনা। অন্যদিকে নেপালে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে বিদেশমন্ত্রক। সমাজমাধ্যম নিষেধাজ্ঞার প্রভাব যে এরকম ভয়াবহ আকার নেবে, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কেপি শর্মা ওলি। গত সোমবার থেকে কার্যত ছড়িয়ে পড়েছে অশান্তি। সময় যত এগিয়েছে, পরিস্থিতি ততই উত্তপ্ত হয়েছে। এরই মধ্য়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর সেখানকার নিয়ন্ত্রণ হাতে তুলে নিয়েছে সেনা। পরিস্থিতি শান্ত করার চেষ্ঠাও চলছে। এবার ফের বুধবার বিকেল থেকে কার্ফু জারির নির্দেশ।

নেপালের ভয়াবহ পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্ব হাতে তুলে নেয় সেনা। বিবৃতি দিয়ে জানানো হল, যত দিন পর্যন্ত না নতুন সরকার গঠিত হচ্ছে, তত দিন দেশের শাসনভার চালাবে তারা। শুধু তা-ই নয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশ জুড়ে কার্ফু জারি করা হয়েছে সেনার তরফে। বুধবার বিজ্ঞপ্তি জারি করে সেনার তরফে জানানো হয়েছে ৫ টার পর থেকে দেশজুড়ে কারফিউ জারির।

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হাতে নিয়ে নেপালে শান্তি ফেরানোর চেষ্টা সেনার

প্রসঙ্গত, সরকার দুর্নীতি রুখতে ব্যর্থ, উল্টে সাধারণ মানুষের মুখ বন্ধ করতে সমাজমাধ্যমের (Social Media) উপর নিষেধাজ্ঞা জারি করছে। এই অভিযোগে সোমবার থেকেই উত্তপ্ত নেপাল (Nepal) । রাস্তায় নামেন হাজার হাজার তরুণ- তরুণী (Nepal’s Gen Z Protest)। কিন্তু সেই প্রতিবাদ– বিক্ষোভ চোখের নিমেষে বড় সংঘর্ষের আকার নেয়। চলে গুলি, ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। জারি করা হয় অনির্দিষ্টকালের জন্য কার্ফু। মঙ্গলবার সকালেও সেই ছবির বদল হয়নি। এই পরিস্থিতিতে সেনা প্রধানের নির্দেশের পরই পদত্যাগ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মা। প্রতিমুহুর্তে পরিস্থিতি বদল হচ্ছে। জনরোষে অগ্নিগর্ভ পরিস্থিতিতে মুহুর্মুহু হামলা। পদত্যাগী প্রধানমন্ত্রীর বাড়িতেও চলে হামলা। ধরিয়ে দেওয়া হয় আগুন। সেখানকার প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর স্ত্রীর। ইতিমধ্যে হেলিকপ্টারে চড়ে দেশ ছেড়েছেন ওলি। জ্বালিয়ে দেওয়া হয়েছে একের পর এক সরকারি অফিস (Government office) ।

Read More

Latest News