দুর্গাপুর: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে (Durgapur Incident) ধৃতদের বাড়িতে তল্লাশি চালাল পুলিশ। মঙ্গলবার সকালে ধৃত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনকে নিয়ে তদন্তকারীরা পৌঁছন বিজাড়া গ্রামে (District News)।
সেখানেই তাঁদের নিজ নিজ বাড়িতে ঢুকে প্রাথমিক তল্লাশি চালায় পুলিশ। সূত্রের খবর, ঘর থেকে কিছু গুরুত্বপূর্ণ নথি ও ব্যক্তিগত সামগ্রী সংগ্রহ করেছে তদন্তকারীরা। এই তল্লাশির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের খোঁজ বা প্রমাণ মিলতে পারে বলে আশা করছে পুলিশ।
আরও পড়ুন: বিশ বাঁও জলে মৃৎশিল্পীরা চাহিদা থাকলেও জোগান নেই মাটির প্রদীপের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনকে নিয়ে আরও একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। দুর্গাপুরের এই গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত করছে পুলিশ।
দেখুন আরও খবর: