Monday, September 22, 2025
বাঙালি কাউন্টডাউন
HomeScrollধর্ম নয়, কর্মের ভিত্তিতে নিকেশ, মরক্কো থেকে সরব রাজনাথ সিং
Rajnath Singh

ধর্ম নয়, কর্মের ভিত্তিতে নিকেশ, মরক্কো থেকে সরব রাজনাথ সিং

কেনো ভারত, আমেরিকার শুল্ক চাপানো নিয়ে তাৎক্ষণিক জবাব দেয়নি, স্পষ্ট করলেন প্রতিরক্ষা মন্ত্রী

ওয়েবডেস্ক- ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা (America)। এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) কেন মার্কিন প্রেসিডেন্টকে উপযুক্ত জবাব দিচ্ছেন না, তা নিয়ে মুখর হয়েছে বিরোধী দলগুলি। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেন, প্রধানমন্ত্রীর সাহস থাকলে আমেরিকার পণ্যের (Tariff)  উপর ৭৫ শতাংশ শুল্ক চাপিয়ে দেখান। এবার এই সব কিছু নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Defence Minister Rajnath Singh) 

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, কেন ভারত, শুল্ক নিয়ে আমেরিকা তৎক্ষণাৎ জবাব দেয়নি। মরক্কোতে ভারতীয় সম্প্রদায়ের সাথে আলাপচারিতা করার সময় কারণ ব্যাখ্যা করলেন রাজনাথ সিং। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আমরা কোনও প্রতিক্রিয়া জানাইনি, কারণ যারা উদার মনের এবং উদার হৃদয়ের তারা তাৎক্ষণিকভাবে কোনও কিছুর প্রতি প্রতিক্রিয়া দেখায় না।

মরক্কো (Morocco) থেকেই পাকিস্তানকে নিশানা করে অপারেশ সিঁদুর নিয়ে কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানি হানা ও ভারতের জবাবি পদক্ষেপের পার্থক্য তুলে ধরেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী বলেন, পহেলগাম হামলা পর অপারেশ সিঁদুর শুধুমাত্র সন্ত্রীসের দিকেই নিশানা করেছিল। কোনও নাগরিক বা বেসামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়নি।

মরক্কোর রাবাতে সোমবার ভারতীয় সম্প্রদায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং৷ তাঁদের সামনে পাকিস্তানের সন্ত্রাসবাদ এবং ভারতের জবাবী পদক্ষেপের মধ্যে পার্থক্য তুলে ধরলেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেছেন, পহেলগাঁও হামলার পর ‘অপারেশন সিঁদুর’ শুধুমাত্র সন্ত্রাসীদের ওপরেই কেন্দ্রীভূত ছিল৷ কোনও নাগরিক বা সামরিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করা হয়নি।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীর নিয়ে বড় দাবি করলেন রাজনাথ সিং

রাজনাথ সিং বর্তমানে দুই দিনের মরক্কো সফরে রয়েছেন। এই সফরে তিনি বেররাশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম 8×8 নির্মাণ কেন্দ্রের উদ্বোধন করেছেন। এটি আফ্রিকায় ভারতের প্রথম প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, আমরা ধর্ম দেখিনি, কর্মের জন্য তাদের হত্যা করা হয়েছে। আমাদের লক্ষ্য কোনও সাধারণ নাগরিক, সেনা ক্যাম্পকে হামলার নিশানা করিনি, আর এটাই ভারতের চরিত্র।

দেখুন আরও খবর-

 

Read More

Latest News