কলকাতা: পার্শ্বশিক্ষকের (Assistant teacher) সম্প্রসারক হতে চাওয়ায় কোনও আইনি বাধা নেই। বাড়তি চাকরিজনিত সুবিধার স্বার্থে তাঁর পৃর্বসম্মতি প্রত্যাহার সমর্থনযোগ্য রায় দিল কলকাতা হাইকোর্ট (High Court)।
শিক্ষা দফতরের ২০১৯ সালের নির্দেশিকা অনুসরণে মামলাকারী (litigant) পার্শ্বশিক্ষক হতে চান। ওই পদের জন্য তখন এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) প্রকল্প ছিল না। প্রকল্পটি চালু হয় ২০২৪ সালের এক এপ্রিল থেকে। শুধুমাত্র যারা সম্প্রসারক হিসেবে ষাট বছর বয়স পর্যন্ত চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য।
২০২৪ সালের ১৯ আগস্টের সরকারি মেমো অনুসরণে। এই নির্দেশিকা সূত্রেই আবেদনকারী পার্শ্বশিক্ষক থেকে সম্প্রসারক হওয়ার উদ্যোগ নেন। কিন্তু সরকারি সম্মতি না মেলায় তিনি আদালতের দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন: ২০২৫ সালের চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ কমিশনের
মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের (এমএসকে) সম্প্রসারক বা সম্প্রসারিকাদের জন্য যে মেমো জারি হয়েছে, তা আদৌ আবেদনকারীর পক্ষে লাভজনক নয়।
কিন্তু শুধুমাত্র ওই মেমোর কারণে মামলাকারীর সম্প্রসারক হতে চাওয়া আটকানো যায় না। তাই আবেদনকারী আগে পার্শ্বশিক্ষক হতে চেয়ে যে সম্মতি দিয়েছেন, তা বাতিল বলে গণ্য করতে হবে। তবে ভবিষ্যতে তিনি পার্শ্ব শিক্ষক থাকার জন্য কোন সুবিধা দাবি করতে পারবেন না জানিয়েছে আদালত।
দেখুন অন্য খবর: