ওয়েব ডেস্ক: মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাক সেনার মুখপাত্র (Pakistan Army Spokesperson Winks Female Journalist)! সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মারলেন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরী৷ পাক মেজর জেনারেলের এই কীর্তির ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে৷ জেলে থাকা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে করা এক প্রশ্নের উত্তর দেওয়ার পরেই তিনি এই কাজটি করেন। পাক সেনার সেই সেনাকর্তায় সাংবাদিক সম্মেলনে মহিলা সাংবাদিককে চোখ মেরে শিরোনামে।
সাংবাদিক সম্মেলনে জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে মেজর জেনারেল আহমেদ শরিফ চৌধুরীকেই প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷ পাকিস্তান সরকার ইমরান খানের বিরুদ্ধে দেশবিরোধী এবং ভারতের নির্দেশে কাজ করার মতো গুরুতর অভিযোগ তুলে নতুন মামলা করেছে৷এর পিছনে পাক সেনারই প্রভাবের অভিযোগ উঠেছে৷ তা নিয়েই সেনা মুখপাত্রকে প্রশ্ন করছিলেন ওই মহিলা সাংবাদিক৷চৌধুরী বলেন, ”এখানে চতুর্থ একটা বিষয়ও যোগ করতে পারেন। উনি একজন মানসিক রোগী।” আর তারপরই মৃদু হেসে চোখ মারেন তিনি। ভিডিও ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। বহু নেটিজেন প্রশ্ন তুলছেন, ”সেনার উর্দি পরে কেউ কীভাবে চোখ মারতে পারেন?”এই ঘটনাটিই সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ক্যামেরার সামনে প্রকাশ্যে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, পাকিস্তানে গণতন্ত্র শেষ হয়ে গেছে, প্রধানমন্ত্রী এখন হাতের পুতুল।
Believe me, he is a top rank army officer in uniform…. pic.twitter.com/GDjduiCY8m
— OsintTV 📺 (@OsintTV) December 9, 2025
আরও পড়ুন:মদ কিনতে দেখাতে হবে বেতনের রশিদ! নয়া নিয়ম সৌদি আরবে
অন্য খবর দেখুন







