ওয়েব ডেস্ক : গভীর আর্থিক সঙ্কটে প্রায় দেউলিয়া পাকিস্তান (Pakistan)। আইএমএফের (IMF) ঋণ প্যাকেজ পেতে কঠোর শর্ত মানতে বাধ্য হয়েছে ইসলামাবাদ। সেই শর্ত অনুযায়ী রাষ্ট্র নিয়ন্ত্রিত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) (PIA)-এর বেশিরভাগ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২৩ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হবে এবং তা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।
একসময় জাতীয় গর্ব বলে বিবেচিত পিআইএ (PIA) এখন চরম লোকসান, অব্যবস্থাপনা ও ঋণের বোঝায় প্রায় অচল। গত দশ বছরে সংস্থাটি প্রায় ২.৫ বিলিয়ন ডলার ক্ষতি বহন করেছে। বহরে থাকা ৩২টি বিমানের এক-তৃতীয়াংশই অচল অবস্থায় পড়ে আছে। আগের বেসরকারিকরণের প্রচেষ্টা ব্যর্থ হলেও এবার সরকার ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ ছাড়তে রাজি। বিনিয়োগকারী পাওয়া গেলে প্রতিষ্ঠানটি বাঁচানোর সুযোগ তৈরি হতে পারে, এমনই আশা করছে ইসলামাবাদ।
আরও খবর : চিনে বাড়ল কন্ডোমের দাম
এই সংকটের ফলে, পিআইএ (PIA)’র কর্মীরা তাদের চাকরি নিয়ে উদ্বিগ্ন, আর যাত্রীদের মধ্যে রয়েছে অসন্তোষ। সংস্থার তরফ থেকে এখনও কোনও কার্যকরী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, যদি এই অবস্থা অব্যাহত থাকে, তবে পিআইএকে টিকিয়ে রাখা অনেকটাই অসম্ভব হবে। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি সামাল দিতে পারে পিআইএ, কিন্তু এর জন্য প্রয়োজন হবে এক সুস্থ এবং কার্যকরী পরিকল্পনা।
দেখুন অন্য খবর :







