Saturday, October 11, 2025
Homeবিপুল পরিমাণ হেরোইন পাচারের ছক বানচাল করল পলাশীপাড়া থানার পুলিশ

বিপুল পরিমাণ হেরোইন পাচারের ছক বানচাল করল পলাশীপাড়া থানার পুলিশ

নদিয়া: বড়সড় সাফল্য পেল পলাশীপাড়া থানার পুলিশ (Palashipara Police Station)। হেরোইন পাচারের (Heroin Smuggling) অভিযোগে প্রায় ৬ কোটি টাকার হেরোইন সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম সিরাজুল শেখ ও আব্দুল্লাহ শেখ। তাঁদের বাড়ি বড়নলদহে। গতকাল শুক্রবার পোতারপাড়া বাসস্ট্যান্ড (Busstand) থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন গোপন সূত্রে খবর পেয়ে পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি ব্যাগ সহ দুই যুবককে আটক করা হয়। ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৭ কেজি ৫০৯ গ্রাম হেরোইন (Heroin Smuggling)। এই হেরোইন তারা অন্য কাউকে দেওয়ার ওই বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি

ধৃতদের আজ পুলিশ হেফাজতে চেয়ে আদালতে তোলা হবে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হবে কোথা থেকে এই বিপুল পরিমাণ হেরোইন তারা পেল এবং কাকে দেওয়ার উদ্দেশ্যে তারা দাঁড়িয়েছিল। এছাড়াও এই ঘটনার সঙ্গে আরও কোন বড়সড় মাথা জড়িত কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

দেখুন অন্য খবর 

Read More

Latest News