ওয়েব ডেস্ক: একের পর এক ভুয়ো কাস্ট সার্টিফিকেট (Caste Certificate) ব্যবহারের অভিযোগ। আর তাকে কেন্দ্র করেই এবার উঠলো চাঞ্চল্যকর তথ্য। ইতিমধ্যেই গত দেড় বছরে বাতিল হয়েছে ১৪০০ কাস্ট সার্টিফিকেট। জাল করার অভিযোগে বাতিল করা হয়েছে সেই কাস্ট সার্টিফিকেটগুলি।
উল্লেখ্য, গত দেড় বছরে প্রায় ৩৬ হাজার কাস্ট সার্টিফিকেট নিয়ে অভিযোগ দায়ের হয়। তার মধ্যেই বাতিল করা হয় প্রায় ১৪০০ কাস্ট সার্টিফিকেট।
আরও পড়ুন: বাধ্যতামূলক গর্ভাবস্থা নিবন্ধন নষ্ট করছে গোপনীয়তা!
মূলত যে কাস্ট সার্টিফিকেটগুলি বাতিল হয়েছে তার মধ্যে পুরোটাই দু’বছর বা তার আগেকার ইস্যু করা কাস্ট সার্টিফিকেট। দু বছর আগে পর্যন্ত হাতে সই করেই দেওয়া হতো কাস্ট সার্টিফিকেট। আর তারপর থেকেই কাস্ট সার্টিফিকেটে কিউআর কোড ব্যবহার করা শুরু করেছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরে। কাস্ট সার্টিফিকেট জাল করার অভিযোগে ইতিমধ্যেই দুজন অফিসারের বিরুদ্ধে শাস্তি মূলক পদক্ষেপ শুরু হলেও আরও বেশ কয়েকজন অফিসার স্ক্যানারে রয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
দেখুন অন্য খবর