Friday, January 30, 2026
HomeScrollস্কুলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে SFI-এর বিকাশভবন অভিযান
Bikash Bhawan Abhijan

স্কুলে স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে SFI-এর বিকাশভবন অভিযান

SFI-এর বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম!

কলকাতা: সরকারি স্কুল-শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ছে, এমন অভিযোগ তুলে এবং শিক্ষা দফতরের হস্তক্ষেপ দাবিতে পথে নেমেছে সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। ‘স্কুল বাঁচাও, মূল বাঁচাও’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার বিকাশ ভবন অভিযানে (Bikash Bhawan Abhijan) নামে SFI।শুক্রবার এসএফআইয়ের অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহার নেয় বিকাশ ভবন চত্বর। বিকাশ ভবনের সামনে মিছিল পৌঁছালে বিধান নগর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাদে আন্দোলনকারীদের।ব্যারিকেট ভেঙে বিকাশ ভবনে ঢোকার চেষ্টা করে আন্দোলনকারীরা।

সল্টলেক করুণাময়ী ইন্টার ন্যাশনাল বাস টার্মিনাস এর সামনে জমায়েত করে। এরপর মিছিল করে বিকাশ ভবন অভিযান শুরু করে। বিকাশ ভবনের সামনে এসে বিক্ষোভ এসএফআইয়ের। ব্যারিকেড ভাঙার চেষ্টা। ব্যাপক উত্তেজনা বিকাশ ভবনের সামনে। পুলিশের সাথে ধস্তাধস্তি। SFI এর দাবি সমস্ত সরকারি স্কুলে অবিলম্বে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পদ্ধতি পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করতে হবে। সরকারি পোষিত স্কুলগুলিতে সরকারি নিয়ম মেনে ২৪০ টাকার বেশি ফি নেওয়া যাবে না। ছাত্র ভোটের তারিখ অবিলম্বে ঘোষণা করতে হবে।এছাড়াও, স্কুল পরিচালনার জন্য গ্রান্টের সমস্ত বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দিতে হবে। একইসঙ্গে, বিকাশ ভবনে শিক্ষা দফতরের অধিকারিকদের কাছে ডেপুটেশন দিতে যান এস এফ আইয়ের চার জনের প্রতিনিধি দল।

আরও পড়ুন:আনন্দপুরের ঘটনাস্থলে গিয়ে কী বললেন রাজ্যপাল

Read More

Latest News