ওয়েবডেস্ক- পহেলগাম (Pahalgam) কাণ্ড, অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Pm Narendra Modi) সামনাসামনি পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Pakistani Prime Minister Shehbaz Sharif) । চীনের (China) তিয়ানজিন (Tianjin) শহরে ৩১ অগাস্ট থেকেই শুরু হয়েছে সাংহাই কো ও অপারেশন অর্গানাইজেশন (এসসিও) (SCO) সম্মেলন বৈঠক।
এসসিও (SCO) বৈঠকের প্রথম থেকেই শরিফকে এড়িয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। এমনকি বিশ্বনেতাদের সঙ্গে ছবি তোলার সময়েও শাহবাজ শরিফের পাশে দাঁড়াননি মোদি। দূরত্ব বজায় রেখেছেন তিনি। তবে এসসিও বৈঠক থেকে ভারতের নাম না করে সিন্ধু জল বন্টনের কথা তুললেন পাক প্রধানমন্ত্রী।
একসঙ্গে তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। ভারতের নাম না করে পাক প্রধানমন্ত্রী সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) নিয়ে বলেন, এসসিও সদস্যদের মধ্যে শর্ত অনুযায়ী জলের অবাধ ও ন্যায্য বন্টনের কথা মেনে চললে ভালো হয়। তাহলে এসসিও কাজ আর সহজ হবে। সেইসঙ্গে তিনি বলেন, পাকিস্তান একটি শান্তিপ্রিয় দেশ। পাকিস্তান তার প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিক ও স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে চায়। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধান করতে চাই। পাকিস্তান সব সময় বহুত্ববাদ ও আলোচনা ও কূটনৈতিক ক্ষমতার উপর ভরসা রেখেছে। এককেন্দ্রিকতাকে কখনও সমর্থন করা হয়নি। তবু এই অঞ্চলের বেশ কিছু এমন ঘটনা ঘটেছে যা নিয়ে আমরা মর্মাহত।
আরও পড়ুন- নয়াদিল্লিকে কাছে ফেরাতে উদ্যোগী আমেরিকা!
পাকিস্তান এসসিও-র সকল সদস্য রাষ্ট্র এবং প্রতিবেশীদের সার্বভৌমত্ব, অখণ্ডতাকে সমর্থন করে। আমরা সমস্ত আন্তর্জাতিক এবং দ্বিপাক্ষিক জোটকে শ্রদ্ধা করি। আশা রাখছি, এসসিও’ সদস্যরা সমস্ত নীতি মেনে চলবে।
শাহবাজ শরিফ বলেন দক্ষিণ এশিয়ার শান্তি বজায় রাখার জন্য পাকিস্তান সরকার চেষ্টা চালিয়ে যাবে। তিনি আরও বলেন, গোটা অঞ্চলের উন্নয়ন এবং দক্ষিণ এশিয়ার শান্তি নিশ্চিত করতে পাকিস্তান চেষ্টা চালিয়ে যাবে। পাকিস্তান শান্তিপ্রিয় দেশ। পাকিস্তান আলোচনা ও কূটনীতিকে সব সময় প্রাধান্য দিয়ে থাকে। এসসিও বৈঠক থেকেই প্রতিবেশী ইরানের বিরুদ্ধে ইজরায়েলের আগ্রাসী মনোভাবা ও গাজায় প্রাণহানির তীব্র বিরোধিতা করেছেন। সেইসঙ্গে পাক প্রধানমন্ত্রী বলেন, গাজায় যে দুর্ভোগ চলছে, দুর্ভিক্ষ চলতে তা আমরা উদ্বিগ্ন। সেখানে রক্তপাত বন্ধের আরও একবার আহ্বান জানাচ্ছি।
শাহবাজ শরিফের ভাষণের আগেই এসসিও সম্মেলনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাক প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়েই তিনি প্রধানমন্ত্রী মোদি বলেন, কড়া ভাষায় বলেন, কোনও দেশ খোলাখুলিভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করলে, তা আমরা কেন মেনে নেব? পহেলগাম হানা শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে হানা নয়, এটি সমগ্র মানবতার উপরে আঘাত। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে কোনও দ্বিচারিতা বরদাস্ত করা হবে না।‘ এই বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পাকিস্তানের নাম উল্লেখ করেননি।
দেখুন আরও খবর-