আজ শোভনের জন্মদিন, আর সেই উপলক্ষে একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন স্ত্রী সহিনী। চলুন তাহলে দেখে নেওয়া যাক সেই ছবি….
View this post on Instagram
আজ সঙ্গীত শিল্পী শোভনের জন্মদিন। আর সেই উপলক্ষে ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করলেন সহিনী। যেখানে কোথাও তাঁদের দুজনকে দেখা যাচ্ছে দুজনে মাটির ঘরের এক সেলুনের আয়নায় নিজেদের সেলফি তুলছেন, তো কখনও একান্তে সমুদ্র তীরে একে অপরকে আলিঙ্গন করে উপভোগ করছেন সূর্যাস্ত। আবার কোথাও দেখা যাচ্ছে, পাহাড়ের কোলে সহিনীর চুলে শোভন লাগিয়ে দিচ্ছে ছোট্ট সূর্যমুখী ফুল। আবার কোন ছবিতে দেখা যাচ্ছে শোভনের অলতো ঠোটের ছোঁয়ায় সহিনীকে রাঙিয়ে দিতে দেখা যায় তাও আবার বরফের কোলে। তাঁদের প্রেম কাহিনী যে সত্যি রুপকথা তা বারংবার প্রমাণ পায় তাঁদের দুজনের প্রতি সম্মান থেকেই।