Wednesday, December 3, 2025
HomeScrollজল্পনার অবসান! ইমরানের সঙ্গে জেলে দেখা করলেন বোন উজমা
Imran Khan

জল্পনার অবসান! ইমরানের সঙ্গে জেলে দেখা করলেন বোন উজমা

আমাদের থেকে কিছু লুকোন হচ্ছে! কেন এই কথা বলছেন ইমরান পুত্র

ওয়েবডেস্ক- এই নিয়ে পর পর দুবার! জল্পনা ছড়ালো ইমরান খানকে (Imran Khan) নিয়ে। মৃত্যু সংবাদ ছড়াল জেলেই বন্দিদশায় মৃত্যু হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। আজ সব জল্পনার অবসান ঘটিয়ে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পান ইমরানের বোন উজমা খান (Uzma Khan)। মঙ্গলবার বিকেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন উজমা। পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, আদিয়ালা জেলে (Adiala Jailরয়েছেন ইমরান খান। এদিন বেশ কয়েকজন পিটিআই (PTI) সমর্থকদের নিয়ে ইমরান খানের সঙ্গে দেখা করলেন তাঁর বোন উজমা।

বেশ কয়েকদিন ধরে ইমরান খানকে নিয়ে নানা ধরনের খবর সামনে এসেছে। তার পরেই জনমানসে প্রশ্ন ওঠে আদৌ কী বেঁছে আছেন ইমরান? এই পরিস্থিতিতে সমস্ত জল্পনার অবসান ঘটালেন উজমা।

আরও পড়ুন-  ভারতের তিন প্রতিবেশী দেশ থেকে দূতাবাস সরাচ্ছে ফিনল্যান্ড! কেন?

মঙ্গলবার দুপুরের দিকে উজমাকে  ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয় রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ। এর পর বিকেলেই ইমরানের সঙ্গে সাক্ষাৎ হয় উজমার। তার আগে ইমরান খানের সঙ্গে দেখা না হলে ইসলামাবাদ হাই কোর্ট ও আদিয়ালা জেলের বাইরে প্রতিবাদের ডাক দেয় তারা। অনুমতি না মিললে জেল ভেঙে ফেলারও হুমকি দেয় পিটিআই সমর্থকেরা।

উল্লেখ্য, মঙ্গলবারই ইমরানপুত্র কাসিম (Kasim khan) জানান, ভালো আছেন বাবা। তবে তিনি বেঁছে আছেন কিনা এটা জানতে না পারা এক প্রবল মানসিক অত্যাচার। আমাদের সবচেয়ে বড় আমাদের থেকে কিছু লুকোন হচ্ছে!

দেখুন আরও খবর-

Read More

Latest News