কলকাতা: আগামী ৩ মার্চ (3 March) শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary)। শেষ হবে ১৮ মার্চ (18 March)।
মাধ্যমিকের পরেই বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক। পরীক্ষায় (Exam) বরাবরই টুকলি বা নকল করার সংবাদ সামনে আসে। এবার এই প্রবণত রুখতে কড়া পদক্ষেপ নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
মোবাইল নিয়ে, অথবা কোনওভাবে টোকাটুকি করতে গিয়ে ধরা পড়লেই সেই পরীক্ষার পরীক্ষা বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (Higher Secondary Education Council) ।
একটি নির্দেশিকা জারি করে এই সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা (Transparency in examination) বজায় রাখার জন্য আরও কয়েকটি নির্দেশিকা (guidelines) জারি করা হয়েছে।
আরও পড়ুন:বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন-২০২৫, আসছেন ভুটানের রাজা ওয়াংচুক সহ হেমন্ত সোরেন
পরীক্ষাকেন্দ্রের প্রত্যেক ঘরে দুই জন করে পর্যবেক্ষককে রাখতেই হবে। প্রতি ২৫ জন পরীক্ষার্থীর জন্য থাকবেন একজন করে পর্যবেক্ষক। কোনও ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০–এর বেশি হলে সেখানে তিন জন পর্যবেক্ষককে রাখতে হবে।
৩ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা।
পরীক্ষা শুরুর অনেক আগেই স্কুলের প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারদের স্কুলে আসতে হবে। সকাল ৭টা ৪৫ মিনিটের তাদের স্কুলে উপস্থিত থাকার নির্দেশ। পরীক্ষার দিন তাঁর উপরেই থাকবে পরীক্ষাকেন্দ্রের দায়িত্ব। ৮টা ৪৫ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে পর্যবেক্ষকদের।
আগে থেকে তাঁদের দায়িত্ব বুঝয়ে দিতে হবে। নির্দেশিকায় আরও জানানো হয়েছে, এ বছর থেকে ছোটো ছোটো প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। সেই প্যাকেটগুলি প্রধান শিক্ষকের ঘরে খোলা যাবে না। পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনে খুলতে হবে। ক্যালকুলেটর ছাড়া মোবাইল বা কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষার্থীরা হলে প্রবেশ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ করার আগে কক্ষে কোনও মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ বা অন্য কোনও বিশেষ ইলেকট্রনিক গ্যাজেট আছে কিনা তা দেখে নিতে হবে।
প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছনোর আগেই পুলিশকর্মীদের সেখানে পৌঁছে যেতে হবে। পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে কোনও অবাঞ্ছিত ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
কাছাকাছি কোনও জেরস্কের দোকান খোলা রাখা যাবে না। পরীক্ষাকেন্দ্রের আশেপাশে মাইক বাজানো যাবে না ।
প্রসঙ্গত, সিবিএসই ইতিমধ্যেই নির্দেশিকা দিয়ে জানিয়ে দিয়েছে, কোনও পরীক্ষার্থী মোবাইল নিয়ে ধরা পড়লে তিনি ওই বছর এবং পরের বছর পরীক্ষা দিতে পারবেন না। এ বার সংসদও কড়া পদক্ষেপ করল।
দেখুন অন্য খবর: