কলকাতা: বড় নাশকতার ছক বানচাল করল পুলিশ। উত্তরপ্রদেশ থেকে অস্ত্র নিয়ে আসার সময় খাস কলকাতায় ধৃত ৩ ‘পাচারকারী’। শুক্রবার রাতে শহরে নাশকতার উদ্যোশ্যে বিপুল পরিমাণ অস্ত্র আনার সময় কলকাতা পুলিশের এসটিএফ (STF Kolkata Police) হাতে আটক তিন পাচাকারী। সূত্রের খবর বড়বাজার থেকে তিন বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। উদ্ধার হয়েছে 7 MM ও 9 MM পিস্তল ও ১৭ রাউন্ড গুলি। বাজেয়াপ্ত করা হয়েছে উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি।
শুক্রবার রাতে বড়বাজার থানা এলাকায় উত্তরপ্রদেশের নম্বর প্লেট লাগানো একটি গাড়ি তাঁদের নজরে আসে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের টিমের। বিষয়টিতে সন্দেহ হতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে গাড়ির বনেটে থাকা এয়ার ক্লিনার ফিল্টার বাক্স থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। এর মধ্যে রয়েছে একটি ৯ এমএম ও একটি ৭ এমএম পিস্তল। ওই গাড়িতে ছিল তিনজন উত্তপপ্রদেশের বাসিন্দা। এই তিনজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের STF। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে খবর, সাদা পোশাকে শহরের বিভিন্ন জায়গায় তাঁরা নজরদারি চালাচ্ছেন।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে কেক নয়, ন্যায়ের দাবিতে পথে নামার বার্তা আরজি করের নির্যাতিতার মা-বাবার
পুলিশ সূত্রের খবর, আটক তিন যুবক ইদ্ধার হওয়া অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা সদুত্তর পায়নি। তবে শহরে বড়সড় নাশকতার যে রুখে দিল এসটিএফ তা বলার অপেক্ষা রাখে না। এসটিএফের বড় সাফল্য তা বলার অপেক্ষা রাখে না।
অন্য খবর দেখুন