Saturday, August 30, 2025
HomeScrollকালো শাড়িতে অপরূপা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

কালো শাড়িতে অপরূপা শুভশ্রী গঙ্গোপাধ্যায়

কলকাতা: শুভশ্রী মানেই সব সময় নতুন কিছু। সংসার থেকে কাজ সবেতেই তিনি দক্ষ। এবার তাঁকে দেখা গেল কালোর ছোঁয়ায়! কালো শাড়িতে ব্ল্যাক লেডি। পরীণিতা, ইন্দুবালা ভাতের হোটেল, সন্তানে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের (Subhashree Ganguly) অভিনয় দেখে তাঁর অনুরাগীরা মুগ্ধ। একদম নতুন রূপে শুভশ্রীকে দেখে প্রশংসায় ভরিয়েছেন সবাই। শুধু অভিনয়, নয় শুভশ্রীর এলিগেন্সও মুগ্ধ অনুরাগীরা।

আরও পড়ুন: ‘রবিবাসরীয় মরসুম’ একান্তে নদীর পাড়ে সোহিনী

বিভিন্ন ওয়েস্টার্ন ড্রেসে যেমন স্বাচ্ছন্দ্য তেমনি ট্র্যাডিশন্যাল আউটফিটেও অপরূপা তিনি। অভিনেত্রী শাড়ি পরতে যে বেশ ভালোবাসেন, তা তাঁর কালেকশন দেখলেই বোঝা যায়। বিশেষ ইভেন্টের জন্যে অভিনেত্রীকে শাড়ি বেছে নিতেই দেখা যায়। অভিনেত্রীকে দেখা গেল কালো শাড়িতে। শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly Styles Black Saree) একটি গ্লসি কালো সিফন শাড়ি পরেছিলেন। সঙ্গে গ্লসি নেট ব্লাউজ। কালো রঙের এই মনোক্রম্যাটিক লুকে দুর্দান্ত দেখাচ্ছিল অভিনেত্রীকে। ফটোশ্যুটের ছবিতে রয়েছে এলিগেন্সের ছোঁয়া। তাঁর দিক থেকে সত্যিই চোখ ফেরানো দায়।

অন্য খবর দেখুন

Read More

Latest News