Thursday, October 23, 2025
HomeScrollভাইফোঁটায় এই তিন রাশির জীবনে সাফল্য
BhaiFota

ভাইফোঁটায় এই তিন রাশির জীবনে সাফল্য

ভাইফোঁটায় একসঙ্গে তৈরি হচ্ছে একাধিক শুভ নক্ষত্র ও তিথিযোগ

ওয়েবডেস্ক-  বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। দুর্গাপুজোর পরেই কালীপুজো মানুষের হৃদয়কে আনন্দময় করে তোলে। এর পরেই আসে ভাইফোঁটা (BhaiFota) । ভাই-বোনের সম্পর্ক আরও দৃঢ় বন্ধনে বেঁধে রাখে। এই বন্ধন স্নেহ ও ভালোবাসায় ভরা, তেমনি জ্যোতিষশাস্ত্রের (Astrology) দিক থেকেও এ বছরটি হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০২৫ সালের ভাইফোঁটায় একসঙ্গে তৈরি হচ্ছে একাধিক শুভ নক্ষত্র ও তিথিযোগ, যা শুধু ভাইদের নয়, সকল রাশির মানুষের জন্যই সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে আসছে। এই বছর ভাইফোঁটার দিনে পড়ছে বিশাখা নক্ষত্র ও আয়ুষ্মান যোগ যা এক বিরল ও অত্যন্ত পবিত্র সংযোগ। তুলা রাশিতে সূর্য ও বুধের মিলন, ফলে গঠিত হচ্ছে বুধাদিত্য যোগ। অন্যদিকে কর্কট রাশিতে চাঁদ ও বৃহস্পতির যুগল অবস্থান জীবনে আনবে অপ্রত্যাশিত সাফল্য ও সম্মান। অর্থলাভ, কর্মসাফল্য ও মানসিক প্রশান্তি এনে দেবে।

আরও পড়ুন-  ধনতেরাসে এই তিন রাশির জীবন সাফল্যে ভরে উঠবে

সিংহ রাশি- অপ্রত্যাশিত সৌভাগ্যের উন্মেষ। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। চাকুরিজীবীদের পদোন্নতি। আর্থিক সৌভাগ্যলাভ। হঠাৎ আসবে নতুন বিনিয়োগের সুযোগ, ব্যবসায় উন্নতি ঘটবে। সম্মান, প্রতিপত্তি বাড়বে।

 

তুলা রাশি- বাড়বে আত্মবিশ্বাস। আর্থিক সংকট কাটবে, নতুন আয়ের দরজা খুলে যাবে। দাম্পত্য জীবনে স্থিতিশীলতা আসবে। বন্ধুদের থেকে অনেক সাহায্য পাবেন। বিবাহের যোগ তৈরি হবে। স্বাস্থ্য ভালো যাবে।

 

বৃশ্চিক রাশি – সময় ভালো যাবে। লেখক, শিল্পী বা সৃজনশীল পেশায় যুক্ত জাতক জাতিকাদের উন্নতির যোগ। কর্মক্ষেত্রে বিশেষ সাফল্য। পরিশ্রমের ফল পাবেন। যারা চাকুরি খুঁজছেন, তাদের নামী সংস্থায় কর্মের যোগ প্রবল। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি পাবে, এবং পেশাগত জীবনে আসবে নতুন দিগন্ত।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।,

 

 

Read More

Latest News