ওয়েবডেস্ক- ২০২৫ নিট-পিজি পরীক্ষা (2025 NEET-PG) স্থগিত। স্বচ্ছতার স্বার্থে সিঙ্গল-শিফট বা এক দফায় পরীক্ষা নিতে সুপ্রিম নির্দেশ (Supreme Court)। পরীক্ষার নতুন দিনক্ষণ এবং অ্যাডমিট কার্ড বিতরণের ঘোষণা শীঘ্রই। পরবর্তীতে natboard.edu.in ও nbe.edu.in ওয়েবসাইটে পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে। NBEMS এর আগে NEET PG 2025 এর জন্য সিটি ইনটিমেশন স্লিপ 2 জুন প্রকাশ করার পরিকল্পনা করেছিল। এটিও এখন বিলম্বিত হয়েছে।
ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশনস ইন মেডিকেল সায়েন্সকে এক দফায় পরীক্ষা নেওয়ার জন্য সুপ্রিম নির্দেশের পর ২০২৫ সালের নিট-পিজি পরীক্ষা সরকারিভাবে স্থগিত ঘোষণা। পূর্ব ঘোষণা মত দুই দফায় পরীক্ষা নেওয়া হলে স্বচ্ছতার অভাব ঘটার সম্ভাবনা আছে অভিযোগে মামলা। উল্লেখ্য ১৫ জুন দুই দফায় ওই পরীক্ষা হওয়ার কথা ছিল।
সবার সুযোগ সমান ও নিশ্চিত করার স্বার্থে পরীক্ষা এক দফাতেই হওয়া উচিত জানিয়ে অভিমত বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভিনভি আঞ্জারিয়ার।
পরীক্ষা কেন্দ্রের সংখ্যা কম বলে এক দফায় পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা বেশি বলে দাবি করেছিল বোর্ড।
পূর্ববর্তী বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বছর নিট পিজি হওয়ার কথা ছিল আগামী ১৫ জুন। পরীক্ষা দুটি পর্বে হওয়ার কথা ছিল। কম্পিউটারের মাধ্যমে বা সিবিটি-র মাধ্যমেই নেওয়া হয় নিট পিজি-র পরীক্ষা।
NEET PG হল একটি জাতীয় স্তরের প্রবেশিকা পরীক্ষা যা NBEMS দ্বারা ভারত জুড়ে MD, MS এবং PG ডিপ্লোমা প্রোগ্রামের মতো স্নাতকোত্তর মেডিকেল কোর্সে ভর্তির জন্য হয়ে থাকে।
দেখুন আরও খবর-