Friday, August 29, 2025
HomeScroll১৪ মার্চ দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশিতে

১৪ মার্চ দোলের দিন বছরের প্রথম চন্দ্রগ্রহণ, ইতিবাচক প্রভাব পড়বে তিন রাশিতে

এই মাসের বছরের প্রথম চন্দ্র গ্রহণ (lunar eclipse) । ধর্মীয় ধারণা ও বৈজ্ঞানিক দৃষ্টিতে গ্রহণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। ধর্মীয় ধারণা অনুযায়ী রাহু চন্দ্রকে গ্রাস করে বলে চন্দ্র গ্রহণ হয়। গ্রহণ শুরুর আগে থেকে সূতক কাল শুরু হয়।

গ্রহণকে জ্যোতিষশাস্ত্রের (zodiac Sign) দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ, যা ‘ব্লাড মুন’ নামেও পরিচিত। তবে, এই গ্রহণ ভারতের আকাশে দেখা যাবে না, কারণ এটি দিনের বেলায় ঘটবে। গ্রহণের ইতিবাচক প্রভাব (positive impact) পড়বে এই তিন রাশির (।

আরও পড়ুন: মার্চ মাসেই সূর্যের রাশি পরিবর্তন, দোলের পরেই আর্থিক সৌভাগ্য বৃদ্ধি এই তিন রাশির

বৃষ

কর্মক্ষেত্রে দ্রুত অগ্রগতি। প্রতিষ্ঠিত কোম্পানিতে চাকরির শুভ যোগ। ব্যবসায় অগ্রগতি। ব্যবসায় আয় বৃদ্ধি। চাকুরিরতদের বেতন বৃদ্ধি। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক। পরিবার পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্র ও কেতুর মিলন অপরিমেয় আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। অর্থ প্রবাহের নতুন দ্বার খুলে যাবে। বাড়ি, গাড়ি ক্রয়  করার যোগ আছে। দাম্পত্য সম্পর্কের উন্নতি। সন্তান ভাগ্য শুভ।

মিথুন

ব্যবসায় লাভ হবে। কেতু এবং চন্দ্রের সংমিশ্রণও মিথুন রাশির জাতক/জাতিকারা শুভ ফল পেতে চলেছে। চাকরিতে পদোন্নতি। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক। কর্মসূত্রে দূর যাত্রা। নতুন চাকরির যোগ। কর্মজীবনের অভাবনীয় উন্নতি। আপনি আপনার পরিশ্রমের ফল পেতে শুরু করবেন। প্রেমের সম্পর্কে উন্নতি। দাম্পত্য জীবনে সুখে ভরে যাবে।  অবিবাহিতদের বিবাহের যোগ।

বৃশ্চিক

অপ্রত্যাশিত ভাবে ধনলাভের সুযোগ। বৃশ্চিক রাশির জাতকদের জন্য, কেতু এবং চন্দ্রের মিলনে গঠিত গ্রহণ যোগ শুভ ফল দেবে। আপনার জীবনে সুখ আসবে। আর্থিকভাগ্য শুভ। নয়া চাকরির যোগ। চাকরি সূত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা। চাকরিতে পদোন্নতি। সেইসঙ্গে সরকারি চাকরির সুযোগ। দাম্পত্য জীবনে সুখের সঞ্চার। অবিবাহিতদের মনের মতো জীবনসাথী মিলবে।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

 

Read More

Latest News