Thursday, January 1, 2026
HomeScrollরবির শক্তিবৃদ্ধি! বছরের প্রথম দিনেই ভাগ্য খুলছে কোন কোন রাশির?
Horoscope

রবির শক্তিবৃদ্ধি! বছরের প্রথম দিনেই ভাগ্য খুলছে কোন কোন রাশির?

কেমন যাবে আজকের দিন?

ওয়েব ডেস্ক: সময়ের চাকা ঘুরে নতুন বছরে পদার্পণ। জ্যোতিষশাস্ত্রের (Astrology) বিচারে এই বছরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি রবির বছর। বছরের শুরু থেকেই সূর্যের জোরালো প্রভাব পড়তে চলেছে একাধিক রাশিতে। নবগ্রহের মধ্যে সূর্য সবচেয়ে শক্তিশালী গ্রহ—আর তার গমন রাশি বিশেষে জাতক-জাতিকার জীবনে আনতে পারে বড়সড় পরিবর্তন।

কোথাও আর্থিক উন্নতি, কোথাও কর্মক্ষেত্রে পদোন্নতি, আবার কোথাও সম্পত্তি বৃদ্ধির যোগ। তবে সব রাশির ক্ষেত্রে ফল একরকম নয়—কিছু রাশির জন্য সময় অত্যন্ত শুভ, আবার কিছু রাশির জন্য মিশ্র বা প্রতিকূল ফলও দেখা দিতে পারে।নতুন বছরের প্রথম দিনে কেমন কাটবে আপনার দিন? জেনে নিন আজকের রাশিফল (Rashifal)।

আরও পড়ুন: বছরের শেষ দিনে কী রয়েছে আপনার ভাগ্যে?

মেষ রাশি

আজকের দিনটি শুভ। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন—অযথা খরচ এড়িয়ে চলুন। ব্যক্তিগত সম্পর্কে ভুল বোঝাবুঝি বাড়তে পারে। সংযত থাকুন। মানসিক চাপ ও স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ রাশি

সূর্যের রাশি পরিবর্তনে বৃষ রাশির ভাগ্য ফিরতে পারে। অপ্রত্যাশিত অর্থলাভের যোগ। ব্যবসায় উন্নতি, স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারের সঙ্গে সময় কাটাবেন। প্রেমের ক্ষেত্রে আসতে পারে নতুন মোড়।

মিথুন রাশি

বিনিয়োগে সাবধানতা জরুরি। ঝুঁকি নেবেন না। কর্মক্ষেত্রে পরিশ্রমের স্বীকৃতি মিলবে। প্রেমের সম্পর্কে গভীরতা বাড়বে। পেটের সমস্যা ও ঘুমের ঘাটতি হতে পারে।

কর্কট রাশি

প্রেমের ক্ষেত্রে ধৈর্য ধরুন। নতুন কাজ শুরুর আগে ভালোভাবে ভাবুন। কর্মক্ষেত্রে গোপন শত্রুদের থেকে সতর্ক থাকুন। যোগা করলে মানসিক চাপ কমবে। গাড়ি চালানোর সময় সাবধান।

সিংহ রাশি

সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ। নতুন পরিচয় হতে পারে। প্রেমে রোম্যান্স বাড়বে। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন। দিনের শেষ ভাগে সতর্ক থাকুন।

কন্যা রাশি

গোপন বিষয় নিয়ে সতর্ক থাকুন—বিশ্বাসঘাতকতার সম্ভাবনা। ব্যবসায় ক্ষতির যোগ। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য প্রয়োজন। দাঁতের সমস্যায় ভোগার আশঙ্কা।

তুলা রাশি

সম্পত্তি কেনাবেচার শুভ যোগ। বড় সিদ্ধান্ত দুপুরের পর নেওয়াই ভালো। প্রেমে আবেগ নয়, বাস্তববাদী হন। ঠান্ডাজনিত সমস্যা হতে পারে।

বৃশ্চিক রাশি

বাড়িতে অতিথি আসতে পারে। আইনি জটিলতায় জড়ানোর আশঙ্কা। পিতার সঙ্গে মতানৈক্য হতে পারে—সংযত ভাষায় কথা বলুন। স্বাস্থ্যের দিকে নজর দিন।

ধনু রাশি

সূর্যের প্রভাবে ধনু রাশিতে শুভ সময়। অভিনয় ও সৃজনশীল পেশার সঙ্গে যুক্তদের জন্য দিনটি বিশেষ ভালো। সম্পত্তি ও গাড়ি কেনার যোগ। অর্থাগম ও সঞ্চয়ের সুযোগ। সংসারে শান্তি থাকবে।

মকর রাশি

অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলুন। অতিরিক্ত খরচ হতে পারে। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদ দেখা দিতে পারে। শান্ত থাকুন।

কুম্ভ রাশি

স্বাস্থ্যের দিকে যত্ন নিন। শত্রুর সঙ্গে বিবাদে জড়াবেন না। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। বাতের ব্যথায় কষ্ট হতে পারে।

মীন রাশি

গুরুজনদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়তে পারে। প্রেমে ধৈর্য জরুরি—নিজেকে সময় দিন।

*ডিসক্লেমার*: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News