নদিয়া: রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ‘আমার পাড়া আমার সমাধান’ (Aamader Para Aamader Samadan) প্রকল্পে নজির গড়ল নদিয়া (Nadia) জেলা। আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে নদিয়ার সাফল্য এবার রাজ্যের তালিকায় শীর্ষে। মানুষের দোরগোড়ায় পৌঁছে তাঁদের সমস্যার সমাধান করাই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। তিন মাসের মধ্যেই সেই লক্ষ্য বাস্তবায়নে রেকর্ড গড়েছে জেলা প্রশাসন।
নদিয়া জেলায় মোট ৬,৩০০টি স্কিমের মধ্যে ‘হাজার প্রকল্প নদীয়ার সংকল্প’-এর অংশ হিসেবে এক হাজার স্টিক ওয়াক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই উপলক্ষে বুধবার জেলা শাসক দপ্তরে এক বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা শাসক অনীশ দাশগুপ্ত, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, অতিরিক্ত জেলা শাসকসহ প্রশাসনের শীর্ষ কর্তারা।
আরও পড়ুন: মথুরাপুরের দক্ষিণ বিষ্ণুপুরে মা করুণাময়ী কালী মন্দিরের অজানা কাহিনী
সাংবাদিক বৈঠকে সাংসদ মহুয়া মৈত্র জানান, “গত তিন মাস ধরে জেলার প্রতিটি সাব-ডিভিশনে এই কর্মসূচি চলছে। যেসব এলাকায় রাস্তা বা নাগরিক পরিকাঠামোর অভাব ছিল, সেখানেও সমাধানের পথে এগোনো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ মানুষের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে।”
নবনিযুক্ত জেলা শাসক অনীশ দাশগুপ্তও বলেন, “নদিয়া বরাবরই উন্নয়নে রেকর্ড গড়েছে। এবার ‘আমার পাড়া আমার সমাধান’-এর সাফল্যে আমরা আরও গর্বিত।”
প্রশাসনের আশা, ভবিষ্যতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি নদিয়া জেলার উন্নয়নে নতুন দিশা এনে দেবে।
দেখুন আরও খবর: