Monday, September 29, 2025
spot_img
HomeScrollআজ মহাশিবরাত্রি, দিনটি এই চার রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ

আজ মহাশিবরাত্রি, দিনটি এই চার রাশির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ

আজ মহা শিবরাত্রি (Mahashivaratri)। শাস্ত্র মতে, সব রাশির (Horoscope) ভালো সময় শুরু হবে। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি-তে পালিত হবে শিবরাত্রি। আর এই দিনটি এই চার রাশির (Zodiac Sign) জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

২৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে সকাল ১১টা ০৮ মিনিটে শুরু হবে এবং পরের দিন অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকালে ৮টা ৫৪ মিনিটে শেষ হবে। পুজোর (Puja) শুভ মুহূর্ত (Auspicious moments) রাত ১২টা ৯ মিনিট থেকে রাত ১২টা ৫৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: ১০০ বছর পর শিবরাত্রিতে রাজযোগ! ভাগ্য ঘুরবে তিন রাশির

মেষ রাশি: মহাশিবরাত্রিতে শিবের কৃপালাভ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। আর্থিক দিক থেকে সাফল্য আসবে। কর্মক্ষেত্রে উন্নতি হবে। পদোন্নতি ও বেতন বৃদ্ধি। তেমনই পৈতৃক সম্পত্তি লাভ হবে। পারিবারিক সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো হবে। আজ কর্মসংস্থানের সুযোগ আছে। স্বাস্থ্যের উন্নতি।

 

মিথুন রাশি: মহাশিবরাত্রিতে শিবের কৃপালাভ করবেন মিথুন রাশি। ত্রিগ্রহী যোগ তৈরি হবে। প্রতিভার স্বীকৃতি মিলবে। পারিবারিক সদস্যদের সম্পর্ক ভালো হবে। এই সময় খ্যাতি, অর্জন করতে পারেন। আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। দাম্পত্য জীবন আরও ভালো হবে। যারা অবিবাহিত তাদের নতুন কোনও জীবনসাথী খুঁজে পাবেন।

 

সিংহ রাশি: সুসময়ে আসতে চলেছে সিংহ রাশির জীবনে। পারিবারিক জীবনে সুখ শান্তিতে ভরে উঠবে। সমস্ত বিবাদ মিটে যাবে। আর্থিক সমস্যার সমাধান। আজ স্ত্রীর সঙ্গে সম্পর্ক খুব ভালো হবে। ভালো সময় শুরু হবে এই সকল রাশির। ভাগ্য সহায় থাকবে।

 

কুম্ভ রাশি: মহাশিবরাত্রির কৃপালাভ পড়বে এই রাশির জীবনে। ব্যবসার কাজে হবে উন্নতি। অভাবনীয় লাভ। অর্থ প্রাপ্তির যোগ আছে। স্বাস্থ্য মোটের ওপর ভালো থাকবে। আর্থিক জটিলতা থেকে মিলবে মুক্তি। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

 

Read More

Latest News