Monday, September 1, 2025
HomeScrollসাতসকালে ট্রেনে আগুন আতঙ্ক! শিয়ালদহ-হাসনাবাদ শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল

সাতসকালে ট্রেনে আগুন আতঙ্ক! শিয়ালদহ-হাসনাবাদ শাখায় দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল

শিয়ালদহ: সাতসকালে লোকাল ট্রেনে আগুন আতঙ্ক! ভয়ের পরিবেশ তৈরি হয় শিয়ালদহ-হাসনাবাদ শাখার সন্ডালিয়া স্টেশনে। যাত্রীরা অভিযোগ তোলেন, ট্রেনের দুই বগির মাঝের কেবল থেকে তারা আগুন বেরতে দেখেন। আর তারপরেই যাত্রীদের মধ্যে বেঁধে যায় হুরহুরি। আগুন দেখে আতঙ্কিত হয়ে পরেন যাত্রীরা। শুরু করেন চিৎকার। যাত্রীদের চিৎকার সুনে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন।

তারপরেই ঘটনাস্থলে আসে রেল আধিকারিকরা। তারা পরীক্ষা করে দেখেন, চাকার সঙ্গে ব্রেকের সংঘর্ষ বাঁধে যার জেরে আগুনের চিরিক নজরে আসে। তবে এই ঘটনা যে বড় ঘটনা নয় তার আশ্বাস দেওয়া হয় রেল কর্তৃপক্ষের তরফ থেকে। আর এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ স্টেশনেই দাঁড়িয়ে থাকে লোকাল ট্রেন। যার জেরে শিয়ালদহ-হাসনাবাদ শাখায় বিলম্বিত হয় ট্রেন চলাচল।

আরও পড়ুন: টানা ১০০ ঘন্টা পর অবশেষে বালি ব্রিজে স্বাভাবিক যানচলাচল

ঘটনাটি ঘটে আজ অর্থাৎ সোমবার সকাল ৬:৪০ এ। তারপরেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়ায় উত্তেজনা। অবশেষে রেলের তদন্তে মেটে জোট।

দেখুন অন্য খবর

 

Read More

Latest News