Thursday, October 16, 2025
HomeBig newsভারতকে নিয়ে বড় দাবি করলেন ট্রাম্প! কী এমন বললেন?
Donald Trump

ভারতকে নিয়ে বড় দাবি করলেন ট্রাম্প! কী এমন বললেন?

ভারত ও রাশিয়া নিয়ে বড় দাবি ট্রাম্পের!

ওয়েব ডেস্ক : ভারতকে নিয়ে ফের বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বুধবার তিনি দাবি করেছেন, ভারত (India) আর রাশিয়া (Russia) থেকে তেল কিনবে না! এমনটা নাকি তাঁকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বলেছেন বলে দাবি ট্রাম্পের। তবে এ নিয়ে এখনও নয়াদিল্লির তরফে কোনও ধরণের বিবৃতি দেওয়া হয়নি।

মূলত, দীর্ঘ দিন ধরে ভারত-মার্কিন সম্পর্কে (India-America relation) উত্তেজনা চলছে। প্রথমত, একদিকে দুই দেশের মধ্যে এখনও বাণিজ্যচুক্তি হয়ে ওঠেনি। দ্বিতীয়ত, রাশিয়া (Russia) থেকে তেল আমদানি করার জন্য ভারতের উপর বার বার অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প (Trump)। এক্ষেত্রে ভারতের তরফে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিয়ে যেখান থেকে সস্তায় তেল পাওয়া যাবে, সেখান থেকে ভারত তেল কিনবে। তবে বুধবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প দাবি করলেন, ‘মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, রাশিয়া থেকে ভারত তেল কিনবে না।’ চীনও যাতে সেই পথে হাঁটুক সেটাও চান তিনি।

আরও খবর : এক ডজনের বেশি প্রাণ চলে যাওয়ার পর যুদ্ধ বিরতি ঘোষণা পাকিস্তানের

তবে প্রশ্ন উঠছে, তাহলে সত্যিই কি রাশিয়া (Russia) থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত (India)? তবে ট্রাম্পের এই দাবি আদৌ সত্য না মিথ্যা, সে বিষয়ে কিছু জানা যায়নি। কারণ, এ নিয়ে নয়াদিল্লির তরফে কোনও ধরণের বিবৃতি দেওয়া হয়নি। ট্রাম্প আবার ভারত ও আমেরিকার মধ্যে সুসম্পর্কের কথাও তুলে ধরেন হোয়াইট হাউস থেকে। তিনি বলেছেন, মোদি আমার বন্ধু, আমাদের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।

উল্লেখ্য, আমেরিকার (America) সঙ্গে বাণিজ্য না হওয়ার কারণে গত অগাস্টের শেষের দিকে ভারতের উপর ২৫ শতাংশ শুল্কের কথা ঘোষণা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এর পরে রাশিয়া থেকে তেল কেনার জন্য পরে আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হয়েছে ভারতের উপর। ট্রাম্পের দাবি ছিল, রাশিয়া থেকে তেল কিনে ভারত আসলে মস্কোকে আর্থিক সাহায্য করছে। যাতে তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে পারে। তবে এর তীব্র বিরোধীতা করেছিল নয়াদিল্লি। জানানো হয়েছিল, ইউরোপ, চীন এমন কি আমেরিকা নিজেই রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাচ্ছে। সেখানে ভারতের উপর শুল্ক চাপানো অন্যায়। এ সবের পরে ভারতকে নিয়ে বড় দাবি করলেন প্রেসিডেন্ট ট্রাম্প (Trump)।

দেখুন অন্য খবর :

Read More

Latest News