Friday, October 17, 2025
HomeScrollমালব্য শুক্রাদিত্য রাজযোগের সংযোগে তিন রাশির কেরিয়ারে অভাবনীয় সাফল্য

মালব্য শুক্রাদিত্য রাজযোগের সংযোগে তিন রাশির কেরিয়ারে অভাবনীয় সাফল্য

জ্যোতিষ শাস্ত্র (Horoscope) অনুসারে মালব্য শুক্রাদিত্য রাজযোগের (Malaviya Shukraditya Raja Yoga)  প্রভাব ১২ টি রাশির উপরে পড়লেও সবচেয়ে সৌভাগ্য বৃদ্ধি হবে এই তিন রাশির (Zodiac Sign)। এই তিনরাশি হল বৃষ, মিথুন ও মীন। নয়টি গ্রহই সময়ে সময়ে তাদের রাশি পরিবর্তন করে। এই গোচরের কারণে, অনেক শুভ রাজযোগ তৈরি হয়, যা সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করে।

বৃষ: এই দুটি শুভ রাজযোগের গঠন আপনার জীবনে শুভ ফল দেবে। বাধা প্রতিবন্ধতা দূর হবে। যারা দীর্ঘদিন চাকরির পরিবর্তনের কথা ভাবছিলেন এবার সেই আশা পূরণ হবে। যেকোনও পরিকল্পনা বাস্তরে রূপায়িত হবে। আয়ের একাধিক উৎস খুঁজে পাবেন। এতদিন যে শ্রম করেছেন তার ফল পাবেন।

আরও পড়ুন- এবার বদলে যাবে জীবন, বিশেষ চমকের অপেক্ষায় তিন রাশি

মিথুন: মালব্য এবং শুক্রাদিত্য রাজযোগের গঠন কর্মজীবনে অভাবনীয় সাফল্য এনে দেবে। কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, বিদেশে যাওয়ার সুযোগ তৈরি হবে। কর্মজীবনের ইতিবাচন পরিবেশ আপনার কাজে আরও উৎসাহ বাড়িয়ে তুলবে। কর্তৃপক্ষ আপনাকে নতুন কোনও কাজের দায়িত্ব দিতে পারে। যারা ব্যবসায়ী তাদের উন্নতি। ব্যবসা আরও সম্প্রসারিত হবে।

মীন: ধর্মীয় পণ্ডিতদের মতে, শুক্রাদিত্য রাজযোগ এবং মালব্য রাজযোগের গঠন আপনার জীবনে অভাবনীয় সাফল্য এনে দেবে। কেরিয়ারে দুর্দান্ত উন্নতি। মানসিক শান্তি। আর্থিক উন্নতি। নতুন গাড়ি, ফ্ল্যাট ক্রয় করতে পারেন। পরিশ্রমের ফল এবার আপনি পেতে শুরু করবেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে।

বিধিবদ্ধ সতর্কীকরণ: কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত কলকাতা টিভি অনলাইনের নেই। কলকাতা টিভি অনলাইন জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Read More

Latest News