Wednesday, August 27, 2025
HomeScrollDVC-কে নিশানা মুখ্যমন্ত্রীর

DVC-কে নিশানা মুখ্যমন্ত্রীর

রাজ্যকে না জানিয়ে বারবার জল ছাড়ার অভিযোগ উঠছে ডিভিসির বিরুদ্ধে

কলকাতা: ভারী বৃষ্টির মধ্যেই দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) অতিরিক্ত জল ছাড়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার তিনি ফের কড়া ভাষায় সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তোলেন।

মুখ্যমন্ত্রীর দাবি, হুগলি, হাওড়া, হান্সখালী-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়েছে শুধুমাত্র DVC-র অযৌক্তিক পদক্ষেপের কারণে। তাঁর কথায়, “এটি প্রাকৃতিক বিপর্যয় নয়, একেবারেই মানুষ তৈরি করা বন্যা।”

আরও পড়ুন: ডেঙ্গি মোকাবিলায় পুজো কমিটিগুলোকে একগুচ্ছ নির্দেশিকা পুরসভার

মমতা আরও জানান, গত দুই বছরের তুলনায় এ বছর DVC বহু গুণ বেশি জল ছেড়েছে। এর ফলে চাষের জমি, ঘরবাড়ি, গ্রামীণ পরিকাঠামো—সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি অভিযোগ করেন, রাজ্য সরকারকে আগে থেকে জানানো ছাড়াই জল ছেড়ে দেওয়া হচ্ছে, যা পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়।

এদিকে রাজ্য প্রশাসনের তরফে ত্রাণ ও উদ্ধারকাজ শুরু হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, খোলা হচ্ছে ত্রাণ শিবির। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ক্ষতিগ্রস্তদের জন্য চাল, শুকনো খাবার, ওষুধ এবং ত্রিপল পৌঁছে দিতে হবে।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকার এবং DVC-এর তরফে জানানো হয়েছে—জলছাড়া হয়েছে বৈজ্ঞানিকভাবে, পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোনও ষড়যন্ত্র নয়।

দেখুন আরও খবর: 

Read More

Latest News