Sunday, November 23, 2025
HomeScrollকোথায় গিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়? ছবি দেখে মন জুড়াল দর্শকদের
Vikram Chatterjee

কোথায় গিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়? ছবি দেখে মন জুড়াল দর্শকদের

নিত্যদিন ছবির ঝলক সামনে আনছেন অভিনেতা

ওয়েব ডেস্ক: কাজের ফাঁকে সময় বের করে ঘুরতে গিয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। সেখান থেকে প্রায় নিত্যদিন রাত ও দিনের ছবির ঝলক সামনে আনছেন অভিনেতা। কোথায় গিয়েছেন তিনি, আর কী ছবি দেখেই বা মন জুড়িয়ে গেল দর্শকদের?

পর্দায় তিনি কখনও প্রেমিক, কখনও আবার অ্যাকশন হিরো। টলিপাড়ার সুদর্শন নায়ক বিক্রম চট্টোপাধ্যায়কে এ যাবৎকাল এভাবেই চাক্ষুষ করেছে দর্শক। প্রায় সবসময় কাজ নিয়েই থাকতে ভালোবাসেন অভিনেতা। তবে, এবার বেশ কিছু দিন ধরেই দেখা যাচ্ছে তিনি পাহাড়ে ঘুরতে গিয়েছেন। এবং সেখান থেকেই নিত্যদিন একগুচ্ছ ছবি পোস্ট করছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ছবি দেখে বোঝাই যাচ্ছে, পাহাড়প্রেমী বিক্রম। কখনও নীল আকাশের সামনে আবার কখনও সোনালী রোদের আভা এসে পড়ছে পাহাড়ের উপরে। মনোরম সেই দৃশ্য দেখে চেখ জুড়িয়েছে পাহাড় প্রেমীদের।

 

 

View this post on Instagram

 

A post shared by V I K R A M (@vikramchatterje)

আরও পড়ুন: মিমির নয়া লুক! অভিনেত্রীকে দেখে চোখ ফেরানো দায়

এদিন ইন্সটাগ্রামের পাতায় পোস্ট করা ছবিতে দেখা যায়, অভিনেতা বিক্রম কালো জিন্স, সঙ্গে সুইট শার্ট, ও সিলভার কালারের জ্যাকেট পড়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। সঙ্গে তাঁর চোখে কালো রোদ চশমা ও ছোট ব্যাগও রয়েছে।

দেখুন খবর:  

Read More

Latest News