Saturday, October 4, 2025
spot_img
HomeBig newsএক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল ভারত

ওয়েব ডেস্ক: এক যুগ পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হল ভারত। মহেন্দ্র সিং ধোনি তিনটি আইসিসি ট্রফি জিতেছেন, রোহিত শর্মার (Rohit Sharma) দুটো হল। টান টান উত্তেজনার ম্যাচে চার উইকেটে জিতল ভারত। টি২০ বিশ্বকাপ জেতার ৯ মাসের মধ্যে ফের দেশে এল আইসিসি ট্রফি।

ফাইনাল হল ফাইনালের মতোই। বিনা যুদ্ধে নিউজিল্যান্ড জমি ছাড়বে না তা জানাই ছিল, আবার এটাও জানা ছিল, ধারে-ভারে ভারত টুর্নামেন্টের সেরা দল। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে শত্রুদের মুখে ছাই দিয়ে চ্যাম্পিয়ন হল রোহিত শর্মার দল। জয় এল পাঁচ উইকেটে এবং ছয় বল বাকি থাকতে।

আরও পড়ুন: ধৈর্য হারালেন অধিনায়ক, কিছুটা চাপে ভারত 

টসে জিতে প্রথমে ব্যাট করে ২৫১ রান করেছিল নিউজিল্যান্ড। রোহিত শর্মা ফর্মে ফেরার জন্য সবথেকে বড় মঞ্চটাই বেছে নিয়েছিলেন। মনে হচ্ছিল এদিন কেরিয়ারের ৩৩ নম্বর সেঞ্চুরিটা করে ফেলবেন। কিন্তু ধৈর্য রাখতে পারলেন না তিনি । কিউয়ি স্পিনাররা রান ওঠার গতি কমিয়ে দিতেই অধৈর্য হয়ে বড় শট খেলতে গিয়ে স্টাম্প আউট হয়ে এলেন।

 

আউট হওয়ার আগে ৮৩ বলে ৭৬ রান করে দলকে জয়ের রাস্তায় অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন রোহিত। কিন্তু কাজ তখনও অনেকটাই বাকি ছিল। বাকি কাজ ভাগযোগ করে করলেন শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল, কে এল রাহুল এবং হার্দিক পান্ডিয়া। কেউ বেশি রান করেছেন কেউ কম, কিন্তু সবার অবদান সমান গুরুত্বপূর্ণ।

নিউজিল্যান্ড হারল দুটো কারণে। এক, ভারতের চার স্পিনার তাদের ব্যাটারদের বন্দি করে রেখেছিলেন। কিন্তু তাদের হাতে প্রপার স্পিনার ছিল তিনজন। তাঁরা তাঁদের কাজ করেছেন কিন্তু বাকি ২০ ওভারে ম্যাচ বের করে নিল ভারত।

দেখুন অন্য খবর:

Read More

Latest News