Tuesday, October 7, 2025
spot_img
HomeScrollমুখোমুখি ভারত-পাক, মহাকুম্ভে চলছে বিশেষ পুজো

মুখোমুখি ভারত-পাক, মহাকুম্ভে চলছে বিশেষ পুজো

ওয়েব ডেস্ক: আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। আর তারপরেই ফের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত-পাকিস্তান। ঘড়ির কাঁটায় ঠিক ২টো বেজে ৩০ মিনিট হবে আর তারপরেই গোটা দেশের চোখ থাকবে টিভির পর্দার দিকে। আর তার আগেই মহাকুম্ভে ভারত-পাক মহারণের আগে চলছে বিশেষ পুজো।

মরুশহরে আজ মুখোমুখি হবে দুই দেশ। আর ভারত-পাক ম্যাচের আগে ব্লু ব্রিগেডের জয়ের জন্য বিশেষ পুজো দেওয়া হল মহাকুম্ভে। টিম ইন্ডিয়ার সমর্থনে হল বিশেষ আরতিও। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে সেই ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, আজ যাতে ভারত পাকিস্তানদের বিরুদ্ধে জয় লাভ করে সেই আশায় প্রয়াগরাজে চলছে বিশেষ পুজো।

আরও পড়ুন: ভারত-পাক মহারণ! মাল্টিপ্লেক্স জুড়ে আজ সিনেমার বদলে চলবে ক্রিকেট-শো

উল্লেখ্য, শেষবার ২০২৪ সালের ৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল রোহিত বাহিনী ও বাবররা। সেবার ৬ রানে জিতে রাজত্ব কায়েম করেছিল টিম ইন্ডিয়া। রোহিত বাহিনীর কাছে নতজানু হয়েছিল পাকিস্তান। প্রায় ৮ মাসের মাথায় ফের মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই লড়াই শুধুমাত্র ক্রিকেট মাঠে নয়, মাঠের বাইরেও চলছে বিস্তর হিসেব-নিকেশ। সংখ্যাতত্ত্বের বিচারে এগিয়ে কারা? ম্যাচ উইনার বেশি কোন দলে? তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। নিঃসন্দেহে খাতায় কলমে এগিয়ে ভারত। ম্যাচ উইনারও বেশি ভারতীয় দলে।

দেখুন অন্য খবর

Read More

Latest News