Wednesday, January 14, 2026
Homeদুর্দান্ত শুরু ভারতের, লাঞ্চের মুখে ফিরল ইংল্যান্ড

দুর্দান্ত শুরু ভারতের, লাঞ্চের মুখে ফিরল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক: প্রথম দিনের প্রথম সেশনটা ভারতের (India) হতে পারত। কিন্তু সে পর্যন্ত ইংল্যান্ডের (England) সঙ্গে ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হল। অধিনায়ক হিসেবে কেরিয়ারের প্রথম টেস্টে টসে হেরে যান শুভমান গিল (Shubman Gill)। ইংলিশ অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন। দুর্দান্ত শুরু করেন ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং কে এল রাহুল (KL Rahul)।

ক্রিস ওকস, ব্রাইডন কার্সরা খারাপ বল করছিলেন না। সুইংও ভালোই হচ্ছিল। কিন্তু রক্ষণ জমাট রেখে লুজ বলে বাউন্ডারি মারছিলেন জয়সওয়াল ও রাহুল। দুজনে মিলে শতরানের পার্টনারশিপের দিকে এগোচ্ছিলেন। কিন্তু ধৈর্যচ্যুতি ঘটল রাহুলের। দলগত ৯১ রানের মাথায় অফস্টাম্পের অনেকটা বাইরের বলে ড্রাইভ করতে গিয়ে খোঁচা দিলেন তিনি। স্লিপে দাঁড়ানো জো রুট (Joe Root) ক্যাচ ধরতে ভুল করেননি। দ্বিতীয় উইকেট পড়ল ৯২ রানে।

আরও পড়ুন: হেডিংলিতে টসে হেরে ভারতের ব্যাটিং, সাই সুদর্শনের অভিষেক

টেস্ট কেরিয়ারের শুরুটা ভালো হল না সাই সুদর্শনের (Sai Sudarshan)। লেগ স্লিপ রেখে বল করছিলেন স্টোকস। তাঁর লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালাতে গিয়ে কিপারের হাতে ধরা পড়লেন সুদর্শন। এদিন ভারতের প্রাক্তন তিন নম্বর ব্যাটার চেতেশ্বর পুজারা সুদর্শনের হাতে জাতীয় দলের টুপি তুলে দিয়েছেন। এই পর্যায়ে টিকে থাকতে গেলে পূর্বসূরির মতোই বল ছাড়তে জানতে হবে।

বিনা উইকেটে ৯০ থেকে ভারত ৯২/২ হয়ে গেল। সঙ্গে সঙ্গেই লাঞ্চ বিরতি ঘোষণা করলেন আম্পায়ার। সেশনটা পুরো ভারতেরই হতে পারত, কিন্তু পরপর দুই উইকেট হারিয়ে ভাগ বসাল ইংল্যান্ড। লাঞ্চের পর ক্রিজে আসবেন টেস্টে ভারতের নতুন অধিনায়ক শুভমান গিল। তাঁর কাঁধে অনেকটা দায়িত্ব।

দেখুন অন্য খবর:

Read More

Latest News